জনকল্যানে নিবেদিত ইয়ারপুর ইউ.পি সদস্য জনাব আবু তাহের মৃধা

জনকল্যানে নিবেদিত ইয়ারপুর ইউ.পি সদস্য জনাব আবু তাহের মৃধা

সাঈম সরকার: ঢাকা জেলার আশুলিয়া থানাধ্বীন অবস্থিত ইয়ারপুর ইউনিয়ন অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড কান্তাইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫২ সালে, পহেলা জানুয়ারীতে জন্ম গ্রহণ করেন জনাব আবু তাহের মৃধা। তাহার পিতাঃ মৃত কোমুর উদ্দিন ছিলেন। অত্র এলাকায় একজন সম্মানিত ব্যাক্তি ও অঘাত অর্থ সম্পদের মালিক। জনাব আবু তাহের মৃধা, অঘাত অর্থবিত্তের মধ্যে লালন পালন হয়ে বেড়ে উঠলেও তিনি ছিলেন একজন অতি সাধারণ ঘরের সন্তানদের মত। তার মনের মধ্যে ছিলনা আতœকেন্দ্রিক কোন প্রকার অহংকার ও অহমিকা। তিনি বাল্য জীবন থেকে গাজীরচট সরকারী উচ্চ বিদ্যালয়ে ও কিশোর জীবনে গাজীরচট এম.এ উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করেন। আর পড়া লেখা করা অবস্থায় অর্থাৎ ছাত্র জীবন থেকেই তিনি ন্যায়-অন্যায়, ভাল-মন্দ ও সৎ-অসৎ এর তফাৎ বুঝতে পেরেছিলেন। যার জন্য তিনি চলেছেন সর্বক্ষন আলো ও ভাল পথে। আলো ও ভাল পথে চলতে চলতে সে দিনের দূরন্ত কিশোর আবু তাহের মৃধা বর্তমানে ইয়ারপুর ইউনিয়নে বাসির গর্ব এবং ৬ নং ওয়ার্ডের সম্মানীত একজন ইউ.পি সদস্য। আবু তাহের মৃধা সমাজের অন্য ধনিক শ্রেণীদের মত সমাজ থেকে নিজেকে লুকিয়ে না রেখে সমাজের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে সমাজের মানুষের কাতারে এসে দারিয়েছেন। সমাজের মানুষের সেবায় আত্ব নিয়োগ করেছেন শৈশব থেকেই। কিশোর থেকেই মানুষের দুঃখ বেদনায় সহ মর্মিতা ও সমবেদনার হাত প্রসারিত করে আসছেন। তাই হয়ে উঠেছেন তিনি একজন স্বার্থক সমাজ সেবক। মানুষের ও সমাজের নানাবিধ সমস্যায় তিনি এগিয়ে এসেছেন স্বতঃর্ফূত ভাবে। যার কারনে তাকে বলা যায় তিনি একজন ত্যাগী সমাজ সেবক এবং জনকল্যানে নিবেদিত একজন ব্যাক্তিত্ব।
আগামী ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ কাউন্সিলে জনাব আবু তাহের মৃধা নিজেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষনা করেন এবং এলাকার সবার কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন। তিনি বলেন ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৪ থেকে এখন পর্যন্ত ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। তাছাড়া ২০১৬ সাল থেকে নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি এবং ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ.পি সম্মানিত সদস্য চলমান রয়েছেন। তিনি বলেনঃ বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা ভয়ে পিছিয়ে থাকিনি। দলের বিভিন্ন অঙ্গ সংগঠন গুলোকে সু-সংগঠিত করে তুলতে প্রানপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন আগামী আওয়ামীলীগের ইউনিয়ন কাউন্সীলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী থাকবেন। ওনার দাবী এই যে, আগামী কাউন্সিলে যেন সিলেকশনে কাউকে নির্বাচিত না করা হয়। নির্বাচনের মাধ্যমে কাউন্সিল হলে অবশ্যই তিনি সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত