এইচএম ইমরান (মাজহারী): গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঘড়ি প্রতীকের প্রার্থীর গাড়িবহরে টঙ্গীতে হামলার ঘটনা হয়েছে। এতে পাঁচটি গাড়ি ভাঙচুর ও ও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে
মঙ্গলবার (১৬ মে ২০২৩) রাত ৮টায় টঙ্গীর এরশাদনগরে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন প্রচারণা করতে করতে এরশাদনগরে যান। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে গাড়িবহর থেমে যায়। তখন অতর্কিতভাবে কয়েকজন রড ও লাঠি দিয়ে আঘাত করে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় ঘড়ি প্রতীকের ছয় কর্মীও আহত হয়েছেন বলে দাবি করেছেন জায়েদা খাতুনের সমর্থকরা।
এ বিষয়ে প্রার্থী জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, ‘অতর্কিত হামলা করে আমাদের পাঁচটি গাড়ি ভাঙচুর ও বেশ কয়েকজনকে আহত করেছে নৌকার সমর্থকরা।’
এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে একান্ত সচিব অ্যাডভোকেট কবীর বিন মাসুম বলেছেন, নৌকার কেউ কোনো হামলা করেনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।
Leave a Reply