অনলাইন ডেস্ক: নাচতে নাচতেই ঘটল বিপত্তি। জেনারেটর ফ্যানে চুল আটকে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোরী। আঘাত এতটাই গুরুতর যে, তার মাথায় ৭০০ সেলাই লেগেছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সৈদাবাদে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গুঞ্জা দশম শ্রেণির ছাত্রী। সেদিন বাড়ির কাছে এক মন্দিরের একটি অনুষ্ঠানে হইহুল্লোড়ে মেতে ছিল গুঞ্জা। মন্দিরের সেই অনুষ্ঠানে নাচতে নাচতে পাশের একটি জেনারেটর ফ্যানে তার চুল আটকে যায়। প্রথমে সে টের পায়নি। কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত চুলে টান পড়তেই জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ে গুঞ্জা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, গুঞ্জার জ্ঞান ফিরলেও, এখনও তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আহত কিশোরীর মাথায় ৭০০ স্টিচ পড়েছে। সুস্থ হতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে। তারপরেও মাথায় সংক্রমণের আশঙ্কা থাকবে। এমনকী মাথায় নতুন চুল গজানোর সম্ভাবনাও কম। কয়েকমাসের মধ্যে কিশোরীর দিদির বিয়ে। এই অবস্থায় গুঞ্জার শারীরিক অবস্থা ঘিরে মানসিকভাবে ভেঙে পড়েছে তার পরিবার।
সূত্র: আজকাল
Leave a Reply