সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঝালকাঠিতেও মুজিব বর্ষের ক্ষণগনণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে ১০/০১/২০২০ইং তারিখ শুক্রবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটক থেকে প্রায় ৫ সহশ্রাধীক মানুষের অংশগ্রহনে আনন্দঘন পরিবেশে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। প্রদক্ষিন শেষে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে জেলা প্রশাসক কর্যালয় চত্বরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
এরপর তেজগাও এর জাতীয় প্যারেড গ্রাইন্ডের অনুষ্ঠানমালা একযোগে বড় পর্দায় প্রদর্শন করা হয়।
সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের লোগো উন্মোচন করলে একই সাথে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপন করা ক্ষণগণনার ঘড়ি বেঁজে ওঠে।
এছাড়া একই স্থানে মুজিব বর্ষের ক্ষণগনণা ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মালারও আয়োজন করা হয়েছে।
Leave a Reply