ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় একের পর এক ভেসে উঠছে মরদেহ। ঝালকাঠিতে লঞ্চ দূর্ঘটনার্য় পঞ্চম দিনে উদ্ধারকালে বিষখালি ও সুগন্ধা নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড সদস্যরা।
স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝালকাঠির ফায়ার সার্ভিস ও বরিশাল কোষ্টগার্ড সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে। মঙ্গলবার সকালে জেলার সুগন্ধা নদীর নাাপিতের হাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুপুরে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে ৭/৮ বছরের এক শিশুকে উদ্ধার করে কোষ্টগার্ড সদস্যরা।
এখন পর্যন্ত এঘটনায় মোট ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোজ রয়েছে অনেকেই। জেলা পুলিশ, জেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট নিখোজের তালিকা করেছে ভিন্ন। নিখোজদের স্বজনের সাথে কথা বলে এ তালিকা করেছে তারা।
ঝালকাঠি ফাঢার সার্র্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সুগন্ধা-বিষখালী নদীতে ভেসে ওঠে আরো দুই জনের মরদেহ। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিদল মরদেহটি উদ্ধার করে। তারা জানায়, উদ্ধারকৃত যুবকের মুখমন্ডলে আগুনে পোড়া। গায়ে সোয়েটার রয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি।
ঝালকাঠির সদর থানার ওসি অপারেশন আবদুল মালেক জানান, কোস্টগার্ড খবর পেয়ে যে মরদেহটি উদ্ধার করে তার বয়স অনুমানিক ১৩ থেকে ১৪ বছর হবে। পরনে সার্ট গেঞ্জি ও ফুল প্যান্ট পরিহিত ছিল, লাসটির মুখ বিক্রিত হওয়ায় চেনা যাচ্ছেনা। এরপূর্বে আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশ সনাক্ত করা হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply