শিরোনাম :
ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি  রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শীতের আগাম সবজি চাষে ব্যস্ত দিঘলিয়ার চাষিরা, শঙ্কিত প্রাকৃতিক দুর্যোগের  নওগাঁয় নিজের মেয়েকে ধর্ষণ করায় পিতার যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জে ধর্ষকের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু খুলনা মহানগরী ও উপজেলাগুলোতে অপ্রতিরোধ্য মাদক কারবারিরা মাগুরার মানুষের উদ্দেশ্যে প্রথম রাজনৈতিক বক্তব্যে যা বললেন সাকিব পাটকেলঘাটায় পাঁকা কলা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছে  ঢাকায় চাকরি করলেও কর্মসূচিতে নাম দিয়ে টাকা পকেটস্থ করেন ইউপি সদস্য
ঝালকাঠির নেছারাবাদ মাহফিলের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ইটের ট্রলির ধাক্কায় নিহত-১ আহত-১

ঝালকাঠির নেছারাবাদ মাহফিলের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ইটের ট্রলির ধাক্কায় নিহত-১ আহত-১

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম মীর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সাথে অপর আরোহী মোঃ জেবিন জমাদ্দার (২৫) গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

২৫/০২/২০২০ইং তারিখ সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই অবৈধ ট্রলির মাটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মীর পিরোজপুরের ভান্ডারিয়া শহরের পুরাতন ষ্টিমারঘাট এলাকার পেশকার বাড়ির সোহরাব মীরের ছেলে।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলের আসে।

সোমবার সকালে আখেরী মোনাজাত শেষে মোটরসাইকেল যোগে সিয়াম ও জেবিন ভান্ডারিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।  পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই অবৈধ ট্রলি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকলে ধাক্কা দিলে দুই জনই আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়ামের মৃত্যু হয়।  
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
উল্লেখ্য, ঝালকাঠি জেলা জুড়ে ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতা ও অসদাচরনের সুযোগে স্থানীয় পর্যায়ে তৈরী করা এসব অবৈধ ট্রলার টেম্পু ও মালবাহী টেম্পু সড়ক-মহাসড়ক এমন কি পৌরশহরের  রাস্তা দবড়ে বেড়াচ্ছে। 

এসব অবৈধ পরিবহনগুলো অপ্রাপ্ত বয়স্ক, আনাড়ি ও মাদকসেবী তরুন-যুবক চালক হিসাবে বেপরোয়া গতিতে চলাচল করে প্রায়শই জানমালের ক্ষতি সাধন করছে।  
অথচ কোন ঘটনায়ই পুলিশ বা ট্রাফিক বিভাগ আইনগত বা কঠোর ভূমিকা না নেয়ায় এদের দ্বারা দূর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এহেন ভূমিকার কারনে সাধারন জনমনে চাপ ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত