সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে চিত্তরঞ্জন দত্ত সভাপতি মোঃ আক্কাস সিকদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
৩১/০১/২০২০ইং তারিখ বিকেলে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন আনু এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা বিজয়ী হন। এছাড়া সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দুলাল সাহা ও মানিক রায়, কে এম সবুজ, কোষাধ্যক্ষ পদে দিলীপ মন্ডল, এবং সদস্য পদে হেমায়েত উদ্দিন হিমু, মোঃ আব্দুর রশিদ, কাজী খলিলুর রহমান ও জাহাঙ্গীর হোসেন মঞ্জু নির্বাচিত হন।
এ নির্বাচনে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি কাজী খলিলুর রহমান। উক্ত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মানিক রায়।
Leave a Reply