মাসুদ রানাঃ
ঘরের আড়ায় ওড়না পেচিয়ে স্মৃতি নামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রী আতœহত্যা করেছে। রোববার বেলা ১১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দীঘারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। উপজেলার দামোদরপুর গ্রামের মিজানুর রহমানের কন্যা স্মৃতি দীঘারপাড়া সন্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য, কালীগঞ্জে স্কুল পড়ুয়া ছাত্রীদের আত্নহত্যার প্রবনতা বাড়ছে। গত দু’সপ্তাহ আগে উপজেলার বাকুলিয়া গ্রামের সাজ্জাত হোসেনের ৫ম শ্রেনীতে পড়য়া কন্যা রুবিনা নামে এক শিশু ছাত্রী বিষপানে আত্মহত্যা করে।
উপজেলার মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম জানায়, স্মৃতির মা মারা যাবার পর থেকে সে দিঘারপাড়া গ্রামের নানা আনছার আলীর বাড়িতে থেকে পড়াশোনা করত। ওইদিন সকালে সে তার শোবার ঘরের আড়াই নিজের ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার গোঙ্ড়ানীর শব্দে বাড়ীর লোকজন ছুটে গিয়ে স্মৃতিকে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে, কি কারনে সে আতœহত্যা করেছে তাৎক্ষনিক ভাবে কেউই জানাতে পারেনি।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। আতœহত্যার কারন জানা যায়নি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
Leave a Reply