ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সদর উপজেলার ছালাভরা-কয়ারগাছি এলাকায় ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন (২০) ও মিটুল বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধের ফার্মেসিতে কাজ করতো।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা দুর্ঘটনায় ২জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান,দুইজন মোটরসাইকেল আরোহী কালীগঞ্জ থেকে ঝিনাইদহ যাচ্ছিলো, ঘনকুয়াশায় কারণে দেখতে সমস্যা ও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ইট ভাটার বালু বোঝায় ট্রাক মোটর সাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এদিকে সকাল সাড়ে ১০ টার দিকে শৈলকুপা উপজেলার হাবিবুরে বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তুষার উপজেলার পদমদী গ্রামের সোহরাব আলীর ছেলে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঢাকা থেকে শৈলকুপা গামী গোল্ডেন লাইন পরিবহনের চাপায় ওই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
Leave a Reply