টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকার নিউ মন্নু ফাইন কটন মিলের ভেতর থেকে এক নবজাতকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ।
শনিবার দুপুরে ওই মিলের ভেতরের ড্রেন থেকে মেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। তবে লাশে পঁচন ধরায় মুখমন্ডল বিকৃত হয়ে গেছে।
পুলিশ জানায়, সকালে মিলের ভেতর থেকে পঁচা দুর্গন্ধ বের হলে লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি ড্রেনের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নবজাতকের লাশটি অন্তত: ৩-৪ দিন পূর্বে পলিথিনে মুড়িয়ে ওইস্থানে ফেলে গেছে বলে পুলিশের ধারণা।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, নবজাতকের অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply