টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আশরাফুল শ্রাবণ:
টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে টঙ্গীর জিন্নাত বস্তি, কলাবাগান বস্তি,নিশাত মহল্লা বস্তি, নামার বাজার বস্তি ও করইতলা বস্তিবাসীর উদ্যোগে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বোধবার দুপুরে ৫৫নং ওয়ার্ড জিন্নাত মহল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বস্তিবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃ আলামিন হোসেন,সাবেক সাধারণ সম্পাদক এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন গাজীপুর মহানগর, ৫৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম,সাবেক ছাত্রলীগ নেতা ও ৫৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হারুনুর রসিদ,টঙ্গী থানা তৃনমুল জনসংগঠনের নেতা আবু সাইদ,করইতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি জয়নাল মিয়াসহ এলাকাবাসী।
 বক্তারা বলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল আমাদের অভিভাবক আমরা যারা বস্তিবাসী আমারা আওয়ামী লীগের ভোটার,
আমাদের কে শহিদ আহসান উল্লাহ মাষ্টার স্যার নিজের বংশধর হিসেবে পরিচয় দিতেন,মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের বহুবার বলেছে বস্তিবাসীদের পুর্নবাসন না করে কোন প্রকারই বস্তি উচ্ছেদ করতে দেওয়া হবে না।কয়েক বছর আগে কলাবাগান বস্তি উচ্ছেদ করতে এসেছিল মন্ত্রী মহোদয় এর সহযোগিতা নিয়ে সকলে মিলে তা প্রতিহত করি,আজও সেই বস্তি দৃশ্যমান আছে।
নতুন করে বেশকিছু দিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা বস্তি উচ্ছেদের পায়তারা করছে,আমরা আমাদের জীবন দিব, তবুও কোন প্রকারই বস্তিবাসীদের পুর্নবাসন না করে উচ্ছেদ করতে দিব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত