মনির হোসেন (শিশির) :
অপহৃত স্কুল ছাত্র হাবিবুর রহমান মুসা (১০) কে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মঙ্গলবার ভোরে উদ্ধার করেছে। স্থানীয় আউচপাড়া কলেজরোডের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মিনহাজউদ্দিন (১৯) ও সুমন মিয়া (১৮) কে গ্রেপ্তার করেছে। অপহৃত স্কুল ছাত্রের আত্নীয়রা জানায়, সোমবার বিকেলে হাবিবুর রহমান স্থানীয় খা পাড়া রোড দিয়ে একটি বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে ২/৩ জন অপহরনকারী তাকে জোর করে ধরে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।অপহরনের হর অপহরনকারীরা স্কুল ছাত্রের বাবা মতিউর রহমানের কাছে ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। কোন উপায় না পেয়ে স্কুল ছাত্রের বাবা মতিউর রহমান টঙ্গী পশ্চিম থানায় অবহত করে। টঙ্গী পশ্চিম থানা পুলিশের অফিসার ইন চার্জ তৎপর হয়ে উঠে। পুলিশ তর্থ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে স্থানীয় আউচপাড়া কলেজরোডের জনৈক জিয়াউর রহমানের বাড়ী থেকে অপহৃত স্কুল ছাত্র হাবিবুর রহমানকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ২জনকে গ্রেপ্তার করেছে। হাবিবুর রহমান মুসা স্থানীয় খা পাড়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র। এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপহরনে জড়িত বলে স্বীকার করেছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
Leave a Reply