শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
টঙ্গীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত-সভাপতি হাজী আব্দুর রশিদ, সম্পাদক দুদু মিয়া।

টঙ্গীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত-সভাপতি হাজী আব্দুর রশিদ, সম্পাদক দুদু মিয়া।

আরিফ চৌধুরী: গাজীপুরের টঙ্গীতে উৎসব মুখর পরিবেশে গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন গত সোমবার চেরাগআলী অস্থায়ী ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার ওসমান আলীর কঠোর হস্তক্ষেপে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। 

এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এডিসি শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব ও পশ্চিম জোনের এসি এহসানুল হক নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রায় ২ হাজার ভোটারের মধ্যে ৯৫শতাংশ ভোটার শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করে। 

নির্বাচনে একাধিক প্রার্থীতা নির্বাচনে অংশ নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতার মাধ্যমে চূড়ান্ত ফলাফলের মাধ্যমে স্ব-স্ব পদে বিজয়ী হলেন-সভাপতি হাজী আব্দুর রশিদ, কার্যকরি সভাপতি আলী আকবর, সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক দুদু মিয়া দুদু, সহ সাধারণ সম্পাদক-১ মো: সেলিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক-২ মো: এনামুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো: তোতা মিয়া, দপ্তর সম্পাদক মো: ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো: জামির হোসেন, ক্রীড়া সম্পাদক নিজামুল শেখ, কার্যকরি সদস্য-১ মো: বাবু, কার্যকরি সদস্য-২ মো: আলমগীর কবির। উপস্থিত বিজয়ী সভাপতি আব্দুর রশিদ মিয়া সাংবাদিকদের জানান, আমি আমার নির্বাচিত কমিটির সদস্য ও সাবেক কমিটির নেতৃবৃন্দদের নিয়ে সংগঠনের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত