স্টাফ রিপোর্টার:
টাংগাইল সদর উপজেলায় ১২নং- মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসর প্রপ্তা শিক্ষক মোঃ সোহরাব আলীসহ তার ভাই ভাতিজির উপর অর্তকিত হামলা চালিয়ে ৪ জনকে আহত করে সিরাজুল ইসলাম ও তার ছেলেরাসহ ভাড়াটিয়া গুন্ডাবাহিনী।
(৯’জানুয়ারি) ২০২৩ ইং সোমবার বিকেল ৪’টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ১২নং- মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়া পৃর্ব পাড়া এই ঘটনা ঘটে।
আহত সদস্যরা হলেন, ফজলুর হক (৩৫), শাহিনুর(৪০), মনিরুজ্জামান(৪৮), সোহরাব আলী (৬৩)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফজলুর হক এবং শাহিনুর টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল সোহরাব আলী ও সিরাজুল ইসলামের মধ্যে। সোহরাব আলীর জমি সিরাজুল ইসলাম জোর পূর্বক ভোগদখল করার পায়তারা করে। জমি মাপার আমিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগন মিলে সোহরাব আলীর জমি জায়গা মেপে বুঝিয়ে দিয়ে সীমানা খুঁটি গেঁড়ে দেয়। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগন মিলে সোহরাব আলী ও সিরাজুল ইসলাম উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়ার কথা বলে সোহরাব আলীকে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে সোহরাব আলীর অভিযোগের কথা শেষ হওয়ার আগেই সিরাজুল ইসলামসহ তার ছেলেরা ও ভাড়া টিয়া গুন্ড দিয়ে সোহরাব আলীসহ তার ভাই ভাতিজিদের উপর অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ৪ জনকে আহত করে সিরাজুল ।
অর্তকিত হামলার ব্যাপারে সিরাজুল ইসলামের সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোন পাওয়া যায়নি।
এবিষয়ে সদর থানার এস আই মোঃ সেলিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন, মাহমুদ নগর ইউনিয়নের জমি সংক্রান্ত বিরোধের ঘটনা সত্য তবে কোনো মামলা হয়নি, কেউ মামলা করতে আসলে আমরা অবশ্যই মামলা নিব ।
Leave a Reply