শিরোনাম :
খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও যানজটমুক্ত ঘোষণা দিয়ে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ইশতেহার রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
ডিজিটাল হলো না ভুঞাপুর এর ইউনিয়ন পরিষদগুলো

ডিজিটাল হলো না ভুঞাপুর এর ইউনিয়ন পরিষদগুলো

জাহাঙ্গীর আলম:
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ২০০৯ সাল থেকে সারাদেশে একযোগে কাজ শুরু করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, বিসিসি, বেসিস ও ডিওআইসিটি এর তত্ত্বাবধায়নে সারাদেশে ৪৯২ টি উপজেলা পরিষদ এবং ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদ সরকারি ওয়েবসাইট তৈরি করা হয়। উচ্চতর তথ্য প্রযুক্তি ব্যবাহার করে ইউনিয়ন পরিষদ এর সকল ধরনের কার্যক্রম ও তথ্য সুসজ্জিত ও সুবিন্যস্ত করণের মাধ্যমে সুশাসনের লক্ষ্যে সরকার এসব প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব ও রাজনৈতিক ব্যক্তিবর্গের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা ও ব্যর্থতার জন্য ভন্ডুল হতে চলেছে স্মার্ট বাংলাদেশ প্রক্রিয়া। বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে আরো একধাপ এগিয়ে যখন স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তখন টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলো চলছে সনাতনি পদ্ধতিতে। জাতীয় তথ্য বাতায়ন থেকে ভুঞাপুর উপজেলা পরিষদের ওয়েবসাইটে গিয়ে ৬টি ইউনিয়ন পরিষদের ডাটাবেজ দেখলে আপনার কাছে মনে হতেই পারে যে আপনি ডিজিটাল বাংলাদেশের বাইরের কোনো এলাকায় আছেন। অর্জুনা ইউনিয়ন পরিষদের ওবেসাইটে প্রকল্পসমূহের কেনো তথ্য নেই আর সুবিধাভোগীদের তালিকায় এলোমেলো ভাবে শুধুমাত্র সংখ্যা বসিয়ে দিয়েই দায় সেরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাবসারা ইউনিয়ন পরিষদের ওবেসাইটে অন্য সকল তথ্যগুলো মোটামুটি সুবিন্যস্ত থাকলেও নেই ইউপি চেয়ারম্যান, মেম্বারদের কেনো তথ্য। একই রকম তথ্য বিভ্রাট ফলদা ইউনিয়ন পরিষদের ওবেসাইটেও, সাথে নেই কেনো চলমান বা সম্পন্ন হওয়া প্রকল্পের তথ্য। নিকরাইল ইউনিয়ন পরিষদের ওবেসাইট অন্যদের থেকে একটু আপডেট করা হলেও সেখানে নেই সুবিধাভোগীর তালিকায় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক, হতদরিদ্র তালিকা, ভিজিএফ, মহিলা বিষয়ক, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, সমাজসেবা বিষয়ক মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ভাতা, বিআরডিবি, প্রবাসীদের তালিকাভিত্তিক কোনো তথ্য। তবে সবচেয়ে আশ্চর্য হয়ে যেতে হয় যখন আপনি গোবিন্দাসী ও আলোয়া ইউনিয়ন পরিষদের ওবেসাইটে ঢুঁ মারতে যাবেন। কারণ এই দুই ইউপির ওবেসাইটে তথ্য তো দূরের কথা যেখানেই ক্লিক করবেন সেখানেই দেখতে পাবেন ঝড়ৎৎু, ঃযব ঢ়ধমব ুড়ঁ ধৎব ষড়ড়শরহম ভড়ৎ পড়ঁষফ হড়ঃ নব ভড়ঁহফ. বর্তমান প্রজন্মের কাছে এলাকার প্রখ্যাত ব্যক্তিবর্গের নাম ও কর্মজীবন তুলে ধরার প্রয়াস থেকে প্রতিটি ওয়েবসাইটে প্রখ্যাত ব্যাক্তিত্ব নামে একটি অপশন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কখনো শুধুমাত্র সাবেক সংসদ সদস্যই একমাত্র উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিংবা কোনো কেনো ইউপি কর্তৃপক্ষ তো মনে হয় যে নিজ এলাকার কেনো প্রখ্যাত ব্যক্তির নাম-ই শোনেন নি। জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ লোকমান হোসেন ফকির কিংবা হালের জনপ্রিয় অভিনেতা আরফান নিশোর মতো ভুঞাপুর কৃতি সন্তানদের সম্পর্কে কেনো তথ্যই নেই ইউনিয়ন পরিষদগুলোর ওয়েবসাইটে। এছাড়াও প্রায় সাইটগুলোর কোথাও নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেবদেরই নিজেদের নাম আছে তো ছবি নেই, ছবি আছে তো তথ্য নেই। এযোনো ফুল ফার্নিশড বাসায় থেকেও ফার্নিচারগুলোর সব ড্রয়ার খালি থাকার মতো অবস্থা। আলমারি আছে, আলমারির তাক আছে, তাকে রাখার মতো জিনিসও আছে কিন্তু সাজানোর মানসিকতা নেই ঘরের মানুষের মানে চেয়ারম্যান, সচিব কিংবা ইউপি উদ্যোক্তাদের। যেখানে ইউনিয়ন পরিষদ বিধি ৫৮ এর ২ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, “প্রত্যেক অর্থ বৎসরের শেষে ইউনিয়ন পরিষদ উক্ত অর্থ বৎসরের আয় ও ব্যয়ের হিসাব প্রস্তুত করিবে এবং ইউনিয়ন পরিষদের সকল স্থায়ী কমিটি ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত বাজেট অধিবেশন এই হিসাব পেশ করিবে” সেখানে প্রতক্ষ্য তো দূরের কথা পরোক্ষভাবেও এসকল তথ্য ওয়েবসাইটে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিতে বড়ই বিমুখ ভুঞাপুর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত