নিজস্ব প্রতিবেদক:
আল মক্কা ক্লিনিকের মালিক মোঃ জাহিদ হাসান একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য ,প্রথম স্ত্রী থাকা অবস্থায় তার বন্ধুর বোন মোছা: শাহনাজ বেগম এর সঙ্গে বিয়ের কথা গোপন রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।মোছা : শাহনাজ বেগম ও মোঃ জাহিদ হাসান এর সংসার জীবনে ২ টি সন্তান জন্ম হয়,কুষ্টিয়া দৌলতপুরের ভাগযত বাজার সংলগ্ন মোঃ জাহিদ হাসান এর আল মক্কা ক্লিনিকে সন্ধ্যার পর পর শুরু হয় নতুন নতুন নার্সদের আনাগোনা, এলাকার লোকজন বিষয়টি নিয়ে বিব্রত, বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যায়, বিস্তারিত জানতে চাইলে তারা বলেন মাঝে মাঝেই জাহিদ আর জাহিদের স্ত্রীর মধ্যে ঝামেলা শোনা জায়,বিষয়টি নিয়ে জাহিদের স্ত্রী মোছা: শাহনাজ বেগম কে জিজ্ঞাসা করলে জানান আমার স্বামী রাত্রে আমাকে বেডরুমে আটকিয়ে বাড়ির পাশে থাকা আল মক্কা ক্লিনিকের নার্সদের সঙ্গে রাত্রি যাপন করেন, আমার স্বামীকে এই বাধা দিলে আমাকে তালাকের ভয় ভীতি দেখায় গত ১০/০৫/২০২৩ ইং তারিখে ওই ঘটনার সূত্র ধরে আমাকে টয়লেটের দরজা বন্ধ করে, ক্লিনিকে আনন্দ ফুর্তি করতে চলে যায় আমার ডাক চিৎকার দিলেও ইট পাথরের দেয়াল আমার ডাক চিৎকার থামিয়ে দেয়। রাত্রি আনুমানিক ১০:০০ ঘটিকার সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনে ৯৯৯ নং কল করলে ,দৌলতপুর থানা টয়লেটে আবদ্ধ থাকা অবস্থায় পরের দিন সকাল ০৭:০০ ঘটিকায় জীবিত উদ্ধার করেন। জাহিদের স্ত্রী মোছা:শাহনাজ বেগম জানান ,আমার স্বামী আল মক্কা ক্লিনিকের মালিক সে প্রতিদিন ক্লিনিকের নার্সদের সঙ্গে রাত্রি যাপন করেন, বিষয়টি আমি জেনে যাওয়ার কারণেই আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে টয়লেটের মধ্যে আটকিয়ে রাখেন আমার বাড়ি দিনাজপুর জেলায় হওয়ায় এবং জাহিদ এর কুকর্মে অতিষ্ঠ তায় এলাকাবাসী আমার ডাকে সাড়া দেয় না। আমি এর সঠিক বিচার চায় , ক্লিনিকের মালিক জাহিদ হাসানকে এরকম নির্মম ঘটনার কারণ জিজ্ঞাসা করলে জানান মোছা: শাহনাজ বেগমকে আমি তালাক প্রদান করেছি এবং বাড়ি থেকে বের করে দেয়ার পরও আমার বাড়িতে জোর করে অবস্থান নেন, আমার বউকে আমি তালাক দিলে কে আমাকে ঠেকায় এই রকম কথা কাটাকাটি হতে থাকে,পরে মোছা : শাহনাজ বেগম পরিবার স্বামী ও সন্তান ফিরে পেতে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন এবং দৌলতপুর প্রেস ক্লাবে ১২/০৫/২০২৩ ইং তারিখে সংবাদ সম্মেলন করেন। মোঃ জাহিদ হাসান বাদি হয়ে ৩ সংবাদিক মোঃ শাহীন আলম দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা , মোঃ ওয়াজেদ আলি, দৈনিক গণমুক্তি পত্রিকা এবং মোঃ আবুল বাশার দৈনিক অগ্নি শিখা পত্রিকা এর নামে দৌলতপুর থানায় ১০০০০০ টাকা চাঁদা দাবি করেছেন বলে মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে দৌলতপুর থানার ওসি জানান ৩ জন সাংবাদিকের নামে একটি মামলা হয়েছে,তদন্ত চলছে।
Leave a Reply