ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও চিকনমাটি গ্রামের মৃত বাবুলু রহমানের ছেলে রুবেল ইসলাম (৩৩) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
সোমবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে জলঢাকা উপজেলার তিনবট ও ছলেমানের চৌপতি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতের পরিবার জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ শ্বাশুরীকে দেখতে গিয়ে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে তিনবট ছলেমানের চৌপথি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা জলঢাকা গামী একটি মালবোঝাই চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। মটর সাইকেল আরোহী অপর দুই যুবক দুলাল ও বাপ্পি সুস্থ্য রয়েছেন। তবে ঘাতক ট্রাকটিকে আটকানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু কন্যা শিশুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply