ইমরান ছিদ্দিকি :
নেত্রকোনা জেলার ঢকা-জারিয়া রেলপথে আন্ত:নগর ট্রেনচালু ও র্দূগাপুর কলমাকান্দা রেলপথ সম্প্রসারনের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার বেলা ৩টায় বিশাল মানববন্ধন অনুষ্টতি হয় । ঢাকাস্ত পূর্বধলা সমিতি,দূর্গাপুর সমিতি ,কলমাকান্দা সমিতি , নেত্রকোনা জেলা সমিতির উদ্যোগে এই মানবব›দ্ধন অনুষ্টিত হয় । উক্ত মানব ব›দ্ধনে দলমত নির্বিশেষে নেত্রকোনা জেলার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন । অতিদ্রুত জরিয়া টু ঢাকা আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন, ডঃদিবালোক সিংহ,অজয় সাহা,মতিউর রহমান ,কবি এমদাদ খান,এ্যাডভোকেট সজয় চক্রবর্তী,আবু নাসের,মুক্তিযোদ্ধা আব্দুল মতিন,এ্যাডভোকেট তাপস আদিত্য, বাবুল আলম তালুকদার,সানাউল হক,সাংবাদিক মজিবুর রহমান,ইমরান ছিদ্দিকি রুবেল।
জানাযায়, দীর্ঘদিন ধরে জারিয়া রেলপথে আন্ত:নগর ট্রেনেরদাবীতে সামাজিক যোগাযোগ ও পত্রপত্রিকায় প্রচারনা ও মানবব›দ্ধন করে আসলেও জারিয়া আন্ত:নগর ট্রেনের আদৌ কোন পদক্ষেপ না নেওয়ায় অবশেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব ব›দ্ধনের কমৃসূচি নেওযা হয় । এতে কমিউনিষ্ট নেতা ডাঃ দিবালোক সিংহ তার বক্তব্য সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং তিনি আরো বলেন এটি জারিয়া কলমাকান্দা,দূর্গাপুরবাসীর দীর্ঘ্যদিনের দাবী যা অভিলম্বে সরকারকে র্কাযকর করার আহবান জানান। উল্লেখ্যযে, মানব ব›দ্ধনে বিভিন্ন কর্মপেশার দলমত নির্বিশেষে প্রায় ৩ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন ।
Leave a Reply