কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগের কর্ণফুলী উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের আহবায়ক মোঃ দিদারুল আলম ও সদস্য সচিব পরিমল দেবের যৌথ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এম এ মালেককে আহ্বায়ক ও মুহাম্মদ আলমকে সদস্য সচিব মনোনীত করে ৪১ সদস্যের কর্ণফুলী উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহবায়ক বৃন্দরা হলেন, আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (ছৈয়দ), মুহাম্মদ মহিউদ্দিন রানা, মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মনির মহিদ্দিন, আলহাজ্ব এম এন আকতার,মোঃ আলী নুর। বিজ্ঞপ্তিতে আগামী ৯০ দিনের মধ্যে কর্ণফুলী উপজেলা তাঁতী লীগের পূর্ণাঙ্গ তালিকা জেলা আহ্বায়ক বা সদস্য সচিবের নিকট জমা দিয়ে অনোমোদন করতেও নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত এই কমিটি দেশ রত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ তাঁতী লীগ এর রাজনৈতিক কার্যক্রম আরো গতিশীল করতে সুদৃঢ় প্রদক্ষেপে সফলভাবে ভুমিকা রাখবেন বলে নেতৃবৃন্দরা আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, সকাল বেলায় বাংলাদেশ তাঁতী লীগ কর্ণফুলী উপজেলা শাখার নব কমিটির সকলেই নতুন কমিটির পক্ষ থেকে মহান মুক্তি যোদ্ধার অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমৃত্যু সভাপতি চট্রলার কিংবদন্তি প্রয়াত নেতা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত পূর্বক বিনম্র শ্রদ্ধায় পুষ্প স্তাবক অর্পণ করেন।
Leave a Reply