তালায় বাক প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার 

তালায় বাক প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার 

শাহিন বিশ্বাস:
তালায় উপজেলায় ২৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী এতিম নারী গণধর্ষণের শিকার হয়েছে। তালা উপজেলার জালালপুর ইউনিয়ন জেঠুয়া গ্রামে রবিবার ১৪ মে সন্ধার পরে এ ঘটনা ঘটে।
সুএে জানা যায়, বাক প্রতিবন্ধী ধর্ষিতা ঐ নারী ১৪ মে সন্ধা ৭ টার দিকে ছদ্দনাম টুম্পা (২৫ বাড়ী থেকে বের হয়ে যাই। রাত গভির হতে থাকলে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পর  রাত ১টার দিকে জেঠুয়া জালালপুর গরুর হাঁটের পাশে কপোতাক্ষ নদের তীরে কাদামাটি মাখা অবস্থায় টুম্পা কে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে টুম্পা কে তিন জন মিলে গনধর্ষণ করছে বলে ভিকটিমের মা নিশ্চত করেন। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে ১৫ মে মোট ৩ জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িত মর্মে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে এবাদুল (৩৫) এবং জালালপুর গ্রামের মোঃ মন্টু গোলদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬) ও অপর অভিযুক্ত হাসেম আলী পালাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয়  তালা থানার, ওসি জানান, ভুক্তভোগী নারীর মা আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ১৫ মে একটি গণধর্ষণের মামলা দায়ের করেছে মামলা নাম্বার( ১৬) ঐ ঘটনায় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা থানা হেফাজতে আছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত