সৈয়দ জাহিদুজ্জামানঃ
গেলো তিন দিন ধরে খুলনায় বইছে তীব্র তাপদাহ। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। উপকূলীয় জেলা হওয়ায় খুলনা বরাবরের মত তীব্র তাপদাহ থেকে কিছুটা রেহাই পেলেও বিগত তিন দিনের তাপদাহে নাকাল হয়ে পড়েছে নগরবাসী।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে কম আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এছাড়াও সাধারণ পথ যাত্রীদেরও নাভিশ্বাস উঠছে এক স্থান থেকে অন্য স্থানে যেতে। এদিকে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর ভিড়। বিশেষ করে বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা।
বুধবার ভোর থেকে খুলনায় সময়ের সঙ্গে সঙ্গে অসহনীয় তাপদাহে গরম বাড়তে থাকে। সূর্যের প্রখর তাপে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তপ্ত রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। রোদের তাপে যেন গা পুড়ে যাচ্ছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খুলনার উপকূলে পানি সংকট।
খুলনাঞ্চলে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এ অঞ্চলের দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত ঘরের বাইরেই কাজ করতে হয় তাদের, কিন্তু প্রচণ্ড তাপদাহে রোদের ভেতরে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাদের।
প্রচণ্ড গরমে পক্ষীকূল মরিয়া হয়ে উঠেছে একটু পানির আশায়। গরম থেকে একটু রেহাই পেতে শিশুরা মেতেছে পানিতে ঝাপাঝাপিতে। আর প্রচণ্ড তাপে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শরীরে আর কাজ করার মত শক্তি পাচ্ছে না বেশিরভাগ দিনমজুর।
আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, খুলনা বিভাগ জুড়ে বইছে তাপদাহ। যা আরও ২-৩ দিন অব্যহত থাকতে পারে। খুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যশোর ৪০ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গরমজনিত রোগীদের ভিড় বেড়েছে খুলনা শিশু হাসপাতালে। দূর-দূরান্ত থেকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের খুলনা শিশু হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা। অতিরিক্ত গরমে শিশুদের সুস্থ রাখতে প্রচুর পরিমাণে পানি পান ও সহজে হজমযোগ্য তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিয়েছেন পরিচালক খুলনা শিশু হাসপাতালের পরিচালক ডা. কামরুজ্জামান।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপদাহ অব্যাহত থাকতে পারে আরও ৩/৪ দিন যা আগামীদিন আরো এক ডিগ্রি বাড়তে পারে। তবে এর মাঝে কাল বৈশাখী হওয়ার ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়। আর এ কারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা কমতে পারে।
গেলো ২০ বছরের মধ্যে খুলনায় তীব্র তাপদাহ হয়েছিলো একই বছরে দুইবার। ২০১৪ সালের ২৩ এপ্রিল ও ১৬ মে। তাপমাত্রা পৌঁছেছিলো ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।
Leave a Reply