মনির হোসেন (শিশির) :
আজ মঙ্গলবার (৩০ নম্ভেম্বর) সকালে রাজধানী তুরাগে ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের উদ্যোগে নয়ানগর স্কুল মাঠ প্রাঙ্গণে ৫৩ নং ওয়ার্ড ইউনিটের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। অনুষ্ঠানে উদ্ধোধক হিসাবে ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এম. পি ,ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য । প্রধান বক্তা হিসাবে ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক এডভোকেট মোঃ আনিসুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোঃ মহিবুল হাসান, তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি হালিম ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জাহাঙ্গীর হোসেন যুবরাজ প্রমুখ।
Leave a Reply