আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরাইশিকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।
এরদোগান আরো বলেন, ‘কোনো ভেদাভেদ ছাড়াই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’
এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ওই সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।
সূত্র : আল-জাজিরা
Leave a Reply