শিরোনাম :
খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে নওগাঁ জেলার ৬টি আসনে সর্বমোট ৫৫জন মনোনয়ন পত্র দাখিল শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী দিঘলিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি 
দর্শকদের প্রশংসায় “ময়নার চর”নাট্যানুষ্ঠান মঞ্চস্থ

দর্শকদের প্রশংসায় “ময়নার চর”নাট্যানুষ্ঠান মঞ্চস্থ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি :

ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী স্থানীয় টাইগার নাট্যগোষ্ঠি মঞ্চস্থ করেছে আব্দুল হাই দুবার্র রচিত নাটক “ময়নার চর”। কনকনে শীত উপেক্ষা করে মিলনায়তনপূর্ণ দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে মঞ্চস্থ এ নাটকটি। এছাড়াও অভিনেতাদের সাবলিল অভিনয়ের জন্য সকল বয়সের দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে তারা ।আব্দুল হাই দুর্বার রচিত এবং স্থানীয় সাংবাদিক হারুন অর রশিদের নির্দেশিত তিন দিনব্যাপী মঞ্চস্থ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, নাজমুল হক, সুমন, আশরাফুল, বিপ্লব, শামীম, ফজল, ফজল-২, আবু সালেক, আইয়ুব, কুসমত, রউফ, বেলাল, রহিম ও হারুন অর রশিদ এবং একমাত্র নারী চরিত্রে অভিনয় করে ঐশি।চর দখলকে কেন্দ্র করে এগিয়ে চলে নাটকের কাহিনী। চর এলাকায় কিভাবে নিস্পেষিত হয় সাধারণ কৃষক এবং গ্রাম্য মাতব্বরদের লোলুপ দৃষ্টির মুখে নারীরা কিভাবে সম্ভ্রম হারিয়ে পাড়ি জমায় পরপারে এবং নিজের ছেলেমেয়েদের ভাললাগা ভালোবাসাও ভুলুণ্ঠিত হয় -তাই ফুটে ওঠে নাটকে। আয়োজকরা জানান, মঞ্চের অভাবে দীর্ঘ ৭/৮ বছর যাবত বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় যুবকেরা নাটক পরিবেশনার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এবং উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান টাইগার নাট্যগোষ্ঠিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নাটক মঞ্চস্থ করার সুযোগ করে দিলে মঞ্চকর্মীরা ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে “ময়নার চর” নাটক পরিবেশনের উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের পরিচালক হারুন অর রশিদ জানান, আমরা দীর্ঘদিন পর হলেও ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে চাঙ্গা করার চেষ্টা করছি। ময়নার চর একটি অবহেলিত সমাজের চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকদের প্রশংসা পাওয়ায় আমরা ধন্য। আমাদের পরবর্তী  চ্যালেঞ্চ দর্শকদের যাত্রামুখী করা। আজকাল যাত্রাপালার কথা মানুষ একটু নেতিবাচক ভাবেই দেখে। আমরা দর্শকদের সে ধারণা পাল্টে দিতে চাই। সেজন্য আগামীতে আমরা যাত্রাপালা করার সিদ্ধান্ত নিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত