সৈয়দ জাহিদুজ্জামান :
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি আদর্শ পল্লী এলাকায় মইনুল হত্যার এজাহারভুক্ত পলাতক আসামী শান্ত (২৬) কে গ্রেফতার করেছে র ্যাব-৬। গতকাল তাকে ঢাকার ব
বাটরা থানার বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র ্যাব-৬ এর মিডিয়া উইং সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা র ্যাব-৬ এর পক্ষ থেকে জানতে পারেন মইনুল হত্যার এজাহারভুক্ত পলাতক আসামী ঢাকার বাটরা থানার বসুন্ধরা এলাকায় অবস্থান করছে। এ সংবাদ নিশ্চিতের পর খুলনা র ্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ও র ্যাব-৩ এর অপর একটা আভিযানিক দল অভিযান চালিয়ে শান্ত(২৬) কে গ্রেফতার করা হয়। এবং তাকে খুলনা এনে জিজ্ঞাসাবাদ শেষে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার এ প্রতিবেদককে জনান, গ্রেফতারকৃত শান্ত মইনুল হত্যার এজাহারভুক্ত পলাতক আসামী। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুরের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য গত ৬ মার্চ বিকাল ৩ টার সময় সেনহাটি আদর্শ পল্লী এলাকায় মইনুল হোসেন (৩০) কে দুর্বৃত্তরা কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। সে ঐদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃৃত্যু হয়। নিহত মইনুল স্থানীয় রেজার মোড় এলাকার মিজানুর রহমানের পুত্র। উল্লেখ্য নিহত মইনুল উক্ত এলাকার সশস্ত্র গ্রুপের সদস্য ছিল। তার বিরুদ্ধে সেনহাটি এলাকার মুরাদের পুত্র শান্ত, সুগন্ধী গ্রামের জনৈক শান্ত, সেনহাটি কলেজ পাড়ার আবুলের পুত্র বাবুকে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখমসহ একাধিক মামলা ছিল। গ্রেফতারকৃত শান্তকেও নিহত মইনুল কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। মইনুল হত্যার সাথে তার সম্পৃক্ততা থাকতে পারে বিধায় তাকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে বলে জানা যায়।
Leave a Reply