শিরোনাম :
ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি  রাজশাহী-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শীতের আগাম সবজি চাষে ব্যস্ত দিঘলিয়ার চাষিরা, শঙ্কিত প্রাকৃতিক দুর্যোগের  নওগাঁয় নিজের মেয়েকে ধর্ষণ করায় পিতার যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জে ধর্ষকের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু খুলনা মহানগরী ও উপজেলাগুলোতে অপ্রতিরোধ্য মাদক কারবারিরা মাগুরার মানুষের উদ্দেশ্যে প্রথম রাজনৈতিক বক্তব্যে যা বললেন সাকিব পাটকেলঘাটায় পাঁকা কলা রাসায়নিক পদার্থ ব্যবহার করে পাকানো হচ্ছে  ঢাকায় চাকরি করলেও কর্মসূচিতে নাম দিয়ে টাকা পকেটস্থ করেন ইউপি সদস্য
দিঘলিয়া থেকে বাচ্চা গুইসাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত 

দিঘলিয়া থেকে বাচ্চা গুইসাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত 

সৈয়দ জাহিদুজ্জামান:
খুলনার নদী বেষ্টিত দ্বীঘল দ্বীপ দিঘলিয়ার ব্রক্ষগাতী দাসপাড়ার একটি বাড়িতে অসুস্থ একটা গুইসাপ দেখা গেছে। Bengal Monitor Lizard দেখতে পাই স্থানীয়রা। স্থানীয় আলোর মিছিলের সদস্য ইমন শেখ বিষয়টা দেখতে পেয়ে আলোর মিছিলের হটলাইনে যোগাযোগ করেন। পরবর্তীতে আলোর মিছিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমান  ও দপ্তর সম্পাদক সজল কুমার বিশ্বাস ঘটনা স্থলে পৌছে গুইসাপটি উদ্ধার করেন এবং স্থানীয় জন সাধারণের গুইসাপ এবং বন্যপ্রাণীর উপকার সম্পর্কে অবগত করেন। পরে গুইসাপটির শারীরিক অবস্থা পরিচর্যা করে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করে দেওয়া হয়।
অতঃপর আলোর মিছিলের উপস্থিত সদস্যগণের পক্ষ থেকে বন্যপ্রাণী বিষয়ক যেকোনো প্রয়োজনে বন বিভাগ, ৯৯৯ অথবা খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সাথে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। বন্যপ্রাণী উদ্ধারে – +880 1409-314594, 01647-231252 এই দুটি নম্বরে যোগাযোগের জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধে করা হয়েছে। আলোর মিছিলের আহ্বান পরিবেশের ক্ষতি আর পরিবেশকে সুন্দর করি নিজে সুন্দরভাবে বাঁচি ও অপরকে বাঁচতে সাহায্য করি।
উল্লেখ্য যে, খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে পরিবেশ, জলবায়ু, নদী,খাল দখলমুক্ত-দূষণমুক্ত এবং বন্যপ্রাণীকে নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাজে সমাজের সকলে স্বঅনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলোর মিছিলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত