সৈয়দ জাহিদুজ্জামান:
খুলনার নদী বেষ্টিত দ্বীঘল দ্বীপ দিঘলিয়ার ব্রক্ষগাতী দাসপাড়ার একটি বাড়িতে অসুস্থ একটা গুইসাপ দেখা গেছে। Bengal Monitor Lizard দেখতে পাই স্থানীয়রা। স্থানীয় আলোর মিছিলের সদস্য ইমন শেখ বিষয়টা দেখতে পেয়ে আলোর মিছিলের হটলাইনে যোগাযোগ করেন। পরবর্তীতে আলোর মিছিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের প্রধান হাসিবুর রহমান ও দপ্তর সম্পাদক সজল কুমার বিশ্বাস ঘটনা স্থলে পৌছে গুইসাপটি উদ্ধার করেন এবং স্থানীয় জন সাধারণের গুইসাপ এবং বন্যপ্রাণীর উপকার সম্পর্কে অবগত করেন। পরে গুইসাপটির শারীরিক অবস্থা পরিচর্যা করে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করে দেওয়া হয়।
অতঃপর আলোর মিছিলের উপস্থিত সদস্যগণের পক্ষ থেকে বন্যপ্রাণী বিষয়ক যেকোনো প্রয়োজনে বন বিভাগ, ৯৯৯ অথবা খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সাথে যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। বন্যপ্রাণী উদ্ধারে – +880 1409-314594, 01647-231252 এই দুটি নম্বরে যোগাযোগের জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধে করা হয়েছে। আলোর মিছিলের আহ্বান পরিবেশের ক্ষতি আর পরিবেশকে সুন্দর করি নিজে সুন্দরভাবে বাঁচি ও অপরকে বাঁচতে সাহায্য করি।
উল্লেখ্য যে, খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে পরিবেশ, জলবায়ু, নদী,খাল দখলমুক্ত-দূষণমুক্ত এবং বন্যপ্রাণীকে নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একাজে সমাজের সকলে স্বঅনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলোর মিছিলের নেতৃবৃন্দ।
Leave a Reply