শিরোনাম :
কাউন্সিলর গিয়াস সরকারের অনুসারীদের হামলা মারধর লুটপাট, দখলবাজি প্রতিবাদে মানববন্ধন সাদুল্লাপুরে দাদা নাতীনের অবৈধ সম্পর্ক,  নাতীনের পেটে সন্তান , দাদা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে আদালতে বিচারপ্রার্থীদের দূর্ভোগ লাঘবে “ন্যায়কুঞ্জ” উদ্বোধন সড়কে চলাচলে কূটনীতিকদের  নিরাপত্তা নিতে হলে টাকা পরিশোধ করতে হবে প্রধানমন্ত্রীকে এরদোয়ানের ফোন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন (ইসি) কি ব্যবস্থা  নিয়েছে তা জানতে চেয়েছে জাপান সাংবাদিকদের উদ্দেশ্যে যা বললেন আইজিপি  দুর্নীতি ঢাকতে সংবাদকর্মীকে মারধর ; সরকারি দপ্তরে ৮ ঘন্টা অবরুদ্ধ দিঘলিয়ার ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরণের অগ্নি দুর্ঘটনার থেকে রক্ষা পেল পথের বাজার দিঘলিয়ায় জামান জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ওজোপাডিকো কর্মকর্তা লাঞ্চনার শিকার
দুর্নীতির দায়ে সাবেক  কর পরিদর্শক  ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের  মামলা

দুর্নীতির দায়ে সাবেক  কর পরিদর্শক  ও তার স্ত্রী’র বিরুদ্ধে দুদকের  মামলা

হলধর দাস: অজ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জনপূর্বক পরস্পর যোগসাজশে নিজেদের  নিয়ন্ত্রণে রেখে অবৈধ সম্পদ বৈধ করার প্রচেষ্টা চালানোর অপরাধে  সাবেক কর পরিদর্শক(সার্কেল-১২) আবু হাসান মোহাম্মদ খায়রুল ইসলাম ও তার স্ত্রী লাকী রেজওয়ানার বিরুদ্ধে দুর্নীতিদমন কমিশনে মামলা দায়ের করা হয়েছে।  নরসিংদী ও গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
দুদক সজেকা গাজীপুর এর মামলা নং-০৩, তারিখ: ৩০/০৪/২০২৩ খ্রি. ধারাঃ দুর্নীতিদমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ।
মামলার বিবরণে প্রকাশ, মামলার আসামী মিসেস লাকি রেজওয়ানা  দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৪৭১ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং ঘুস/দুর্নীতির মাধ্যমে আয়ের অবৈধ উৎস আড়াল করার উদ্দেশ্যে অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস, প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ বা ছদ্মাবৃত করার অসৎউদ্দেশ্যে জ্ঞাতসারে স্থানাস্তর/রূপান্তরের মাধ্যমে মামলার প্রধান আসামী মিসেস লাকী  রেজওয়ানার নামে ২ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৮৭৭ টাকাার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জনপূর্বক স্বামী-স্ত্রী পরস্পর যোগসাজশে নিজেদের নিয়ন্ত্রণে রেখে অবৈধ সম্পদ বৈধ করার প্রচেষ্টা চালানোর অপরাধে তারা দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধী।
মিসেস লাকী রেজওয়ানা’র নামে একটি ব্যাংকে চল্লিশ লাখ টাকার এফডিআর রয়েছে যার বৈধ আয়ের কোন উৎস পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়।
এছাড়াও সাবেক এই কর পরিদর্শক আবু হাসান মো: খাইরুল ইসলাম গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কোটামনি গ্রামের স্থায়ী বাসিন্দা আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম চাকুরীকালে ৫টি স্থানে ২০ শতক জমি নিজ নামে খরিদ করেছেন। এই জমি ছাড়াও তিনি উত্তরা আবাসিক এলাকাসহ আটটি স্থানে প্রায় দেড় একর ভূমি ও ফ্লাটবাড়ি ক্রয় করেছেন; যেগুলো ক্রয়ে  টাকা বিনিয়োগের যথার্থ বৈধ উৎস পাওয়া যায়নি।
তার অবৈধ স্থাবর  সম্পদের পরিমাণ ২ কোটি ৩০ লাখ ৩৭ হাজার টাকার সমপরিমান বলে উল্লেখ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত