দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ২০২০ পালিত

দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ২০২০ পালিত

সাংবাদিক এম.জে.এ মামুন, ক্রাইম রিপোর্টার।

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ই জানুয়ারী যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ২০২০ পালন করা হয় ৷

এ উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে সকল শ্রেণী পেশার লোকজনের উপস্থিতিতে বর্নাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয় ৷ বর্নাঢ্য আনন্দ শোভা যাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ প্রঙ্গনে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ প্রঙ্গনে “বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ’র উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল  এমপি।

আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য জনাবা শিরিন সুলতানা, সহকারী কমিশনার ভূমি শাহিদা আক্তার, দেবিদ্বার থানার অফিসার ইবচার্জ জহিরুল আনোয়ার, উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন উদীয়মান যুবনেতা প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, উপজেলা সেচ্ছাসেবকলীগ এর যুগ্ম আহবায়ক জিএস আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড.নাজমা বেগম,  উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুস সামাদ,  পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর সুমন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর পূর্বে গত ১০ই জানুয়ারী শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে  উপজেলা প্রশাসনের উদ্যোগে  মুজিববর্ষের ক্ষণগনণা ঘড়ি কর্মসূচীর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল  এমপি।

উল্লেখ্য ১০ ই জানুয়ারী ১৯৭২ সনে সকালে ব্রিটিশ বিমান বাহিনীর একটি বিমানে করে এসে পৌঁছান দিল্লিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের রাষ্ট্রপতি, সমগ্র মন্ত্রীসভা, তিন বাহিনীর তিন প্রধানসহ ভারতের অন্যান্য সন্মানিত ব্যক্তিরা শেখ মুজিবকে উষ্ণ সংবর্ধনা দেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য সহযোগিতা করায় ভারতের নেতৃবৃন্ধ ও জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান শেখ মুজিবুর রহমান। সেদিন, অর্থাৎ ১০ জানুয়ারি বিকেলেই শেখ মুজিব ঢাকায় এসে পৌঁছান।

বঙ্গবন্ধু আসবেন বলে রেসকোর্স ময়দান ও বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য, এ যেন মানুষের সমুদ্র। বিমান থেকে বঙ্গবন্ধুর নামার সাথে সাথে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত