গোলাম সারোয়ার :
গাজীপুরের কাপাসিয়ায় ব্যক্তি মালিকানাধীন ‘দেলোয়ার জেনারেল হাসপাতাল’ নব নির্মিত ভবনে স্থানান্তর করা হয়েছে। কাপাসিয়া বাজারের বরুন রোডের পুরাতন ভবন থেকে গতকাল শনিবার বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় ‘জামাল টাওয়ারে’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক নৌবাহিনীর প্রধান জেড ইউ আহম্মেদ।
চিকিৎসা সেবা মানবতার সেবায় নিয়োজিত এক মহৎ পেশা। অন্যদিকে সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। অসুস্থ হওয়ার সাথে সাথে সাধারণত মানুষ অসহায় হয়ে পড়ে, দুর্বল হয়ে যায়। এই দুর্বল সময়ে চিকিৎসকই তার বড় অবলম্বন, যেন অসহায়ের সহায়। এজন্য চিকিৎসা সেবাকে মহান পেশা বলা হয়।
দেলোয়ার হাসপাতালের মালিক জানান, আমাদের হসপিটালে দেশ সেরা বিশেষজ্ঞ ডাক্তার, গাইনী, অর্থোপেডিক ও হূদরোগ, শিশু বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত রুগী দেখেন থাকেন । অল্প খরচে ল্যাপরোস্কপি সহ সব ধরনের অপারেশন নিয়মিত হচ্ছে এই হাসপাতালে।
দেলোয়ার জেনারেল হাসপাতাল’ ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি কাপাসিয়া বাজারের বরুন রোডে প্রতিষ্ঠা করা হয়। প্রায় পাঁচ বছর পর নতুন ভবনে গতকাল শনিবার এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জামাল টাওয়ারের স্বত্তাধিকারী মোঃ জামালউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাবেক নৌবাহিনী প্রধান জেড ইউ আহম্মেদ, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ফ,ম এমদাদুল হক, হাসপাতালের মালিক দেলোয়ার হোসেন প্রমূখ।
Leave a Reply