দেশের উন্নয়নের ধারায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতেও অনেক কাজ করছেন:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশের উন্নয়নের ধারায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতেও অনেক কাজ করছেন:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

হলধর দাস:
নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (৯ মে,২০২৩) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো: খুরশিদআলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. টিটু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ সহ ঢাকা বিভাগের ১৩ টি জেলার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগণ।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যেতে চাইলে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত দুই ভাগ অর্থ স্বাস্থ্য খাতে খরচ করতে হবে। বিএনপি সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতের বাজেট ছিল ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে যা ৪০ হাজার কোটি টাকায় দাড়িয়েছে। এটিও আমাদের স্বাস্থ্য খাতের জন্য যথেষ্ট নয় আমি আহ্বান জানাবো আগামী বাজেটে স্বাস্থ্য খাতে আরো অর্থ বরাদ্দের জন্য। স্বাস্থ্যখাতসহ দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন, বিরোধীরা সমালোচনা করছেন। সঠিক পরিকল্পনার কারণে করোনায় বিশ্বের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল বাংলাদেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত