অনলাইন ডেস্ক: গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে “ দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এক দিনে নতুন করে শনাক্ত হয়েছে পাঁচ হাজার ২২২ জন। গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে আরো আটজনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৮ হাজার ১৪৪ জনের।“
অধিদপ্তরের ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, দেশে এখনো করোনায় আক্রান্তদের বেশির ভাগই ডেল্টা ভেরিয়েন্টে হচ্ছে।
মুখপাত্র বলেন, দেশে এক সপ্তাহে করোনা শনাক্ত বেড়েছে ২২২ শতাংশ। গত বছরের নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। জানুয়ারিতে এসে আগের বছরের চিত্র অনেকটাই বদলে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন ও সিলেটে একজন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলো ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন।
Leave a Reply