হাসান: গাজীপুরে প্রায় দেড় কোটি টাকার হেরোইন ও ইয়াবা সহ মাদক সম্রাজ্ঞী মালাকে গ্রেফতার করেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তরের উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রাহমানের দিক নির্দেশনায়, অপরাধ উত্তরের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সদর জুনের এসি ফাহিম আসজাদ সদর থানার ওসি জিয়াউল ইসলাম সহ একাধিক পুলিশ কর্মকর্তার সমন্বয়ে আট তারিখ ২ টার দিকে গাজীপুর সদর থানাধীন বিলাশ পুর আকবরের বাসায় মাদক উদ্ধার অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক সম্রাজ্ঞী মালাকে গ্রেফতার করেন পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে পিপাসার বাসার খাটের নিচ থেকে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন ও ৬৬০০ পিচ ইয়াবা উদ্ধার করেন পুলিশ। মালাকে জিজ্ঞাসাবাদে রাজশাহী থেকে হেরোইন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াবা গুলো এনেছে বলে জানায় গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী মালা। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তরের উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। উদ্ধারকৃত মাদকের সাথে পিপাসার জড়িত থাকার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ। পিপাসাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান রেজওয়ান আহমেদ।
Leave a Reply