নিজস্ব প্রতিনিধি: জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিাকার স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় রাজধানীর আব্দুল্লাহপুরস্থ দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার নিজস্ব কার্যালয়ে এই প্রতিনিধি সমাবেশটি সম্পন্ন হয়।
সিনিয়র সাব-এডিটর মেহেদী হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মোখলেছুর রহমান মাসুম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সম্পাদক এম কাজল খান, কামরুল হাসান রনি, মতিন তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজু আহম্মেদ, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম,এনামুল হক, মামুন দেওয়ান,আব্দুর রহমান,জনি,অনিক,মাহমুদুল হাসান বিপু, মানির হোসেন, জীবন, মেহেদি হাসান, হাসান, জাহিদ হোসেন,রাশেদুল ইসলাম, আশরাফুল ইসলাম, রুমানা ইসলাম জুঁই, বিপ্লব শেখ, আশা খাতুন, ইমরান মাজহারি প্রমুখ।
সভায় প্রধান আলোচক বলেন, আপনারা হলেন জাতির বিবেক। সে বিবেককে জাগ্রত রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তবেই জাতি আপনদের থেকে উপকৃত হবে। আর বিবেককে সকল প্রকার অনিয়মের স্তুপে চাপা রেখে স্বার্থের পিছনে ছুটবেন তাহলে একদিন জাতির সাথে আপনিও ধ্বংসের মুখে পরবেন। কাজেই সাংবাদিকতার উদ্দেশ্য রাখেন মানুষের কল্যাণ তাহলে জাতি বাঁচবে সাথে আপনারও কল্যান হবে।
বিশেষ অতিথি এম কাজল খান বলেন,আপনারা সাংবাদিক। আপনাদেরকে সাংবাদিকতার মূলধারার সাথে যুক্ত থেকেই কাজ করতে হবে। মূলধারা থেকে সরে যাবেন হলুদ সাংবাদিকের খাতায় নাম লেখাবেন।মানুষের কাছে হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত হবেন। কিন্তু আজকের আলোকিত সকাল পত্রিকায় কোন হলুদ সাংবাদিক থাকবেনা। এখানে তাদের কোন স্থান নেই।
Leave a Reply