শিরোনাম :
খুলনায় ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল রাক্ষসের আক্রমণে ক্ষতবিক্ষত নাবালিকা শিশু নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানীমূলক বক্তব্যের দায়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার ঢাকা-১৯ আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দিঘলিয়ায় ইজিপিপি বিলের অতিরিক্ত অর্থ উত্তোলনের সাড়ে ছেষট্টি লক্ষ টাকা পড়ে আছে শ্রমিকদের হাতে নওগাঁ জেলার ৬টি আসনে সর্বমোট ৫৫জন মনোনয়ন পত্র দাখিল শেরপুরের তিনটি আসনে মনোনয়ন জমা দিলেন ২২ জন প্রার্থী দিঘলিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠান ঝিনাইদহে দুই মাদক কারবারীর কারাদন্ড মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি 
দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক যুগান্তর পত্রিকার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৬/০২/২০ ইং তারিখে প্রকাশ হয় নওগাঁর মহাদেবপুরে পুলিশের সহায়তায় ২৫ বিঘা জমি দখল করে নিয়েছে। তা সম্পূর্ণ ভূল, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। জমির মূল মালিক আমরা। আমাদের জমির দলিল, হাল নাগাত, খাজনা খারিজ সব আছে ও জমির পরিমাণ ২৫ বিঘা নয় ২১ বিঘা ১৬ শতাংশ। আমরা ১৯৮৫ সালে জমির মালিকের কাছ হতে ক্রয় করি। জমির মালিক ভারতবাসী নয়, বাংলাদেশি। অভিযোগকারীরা অর্থাত ভুমিদস্যু মকসেদ, আনোয়ার,জোহা রেজাউল গং জাল দলিল বের করে মালিকানা দাবী করছেন। তাহের মন্ডল নিজেই আদালতে মামলা করেন কিন্তু মামলায় হেরে যাননি। তাহের মন্ডল মারা যাওয়ায় মামলা তদারকি না করায় মামলা খারিজ হয়ে যায়। আরও উল্লেখ্য ১৬ জানুয়ারি ভোরের দিকে আজাদ, বল্টু, পলাশ, এনামুল, মানিক, জাহাঙ্গীর, বুলবুল, সাজ্জাদের নেতৃত্বে শতাধিক ব্যক্তির সশস্ত্র দল চাইনিজ, কুড়াল, ফলা, বল্লম, কিরিচ, রামদা নিয়ে জমির আমবাগান, মুরগির খামার ও পুকুর লুটপাট শুরু করে।আর এলাকার শত শত মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পাননি। এই কথাগুলো সম্পূর্ণরূপে সাজানো ও বানোয়াট। হয়রানি ও মিথ্যাচারের উদ্দেশ্যে যে ব্যক্তিবর্গের নাম উল্লেখ করা হয়েছে তাহারা মহাদেবপুর থানার বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও গন্যমান্য ব্যেক্তিবর্গ।  পক্ষান্তরে যারা মিথ্যে অভিযোগ করেছে তারাই স্বাধীনতাবিরোধী জমায়াত বিএনপি পরিবারের সন্তান ও সাবেক উপজেলা চেয়ারম্যান শ্রী বিশ্বের দাগু বাবু হত্যার মূল পরিকল্পনাকারী,  আসামীও বটে। অভিযোগকারীরা সাংবাদিককে ভূল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেন।গত ০৬/০২/২০ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার শেষ পৃষ্টায়, মহাদেবপুরে পুলিশের সহায়তায় জমি দখল শিরোনামে নিউজ প্রকাশ করে।প্রতিবাদ কারি,,আজাদ, বল্টু, পলাশ, এনামুল, মানিক, জাহাঙ্গীর, বুলবুল, সাজ্জাদ,শহিদুল গং (জমির মালিক গন)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত