নওগাঁর আত্রাইয়ে সাবেক চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় বর্তমান চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

নওগাঁর আত্রাইয়ে সাবেক চেয়ারম্যানকে মারপিটের ঘটনায় বর্তমান চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

এ.বি.এম.হাবিব-
নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.মান্নান মোল্যার উপর চড়াও হওয়া ও তাকে মারপিটের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বর্তমান চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন তোফা খান।

তিনি বলেন, মো.মান্নান মোল্যা সাবেক চেয়ারম্যান তিনিও সম্মানিত ব্যক্তি। দলের অভ্যন্তরে বিতর্ক থাকতেই পারে কিন্তু তার গায়ে হাত তোলা ঠিক হয় নাই বলে তিনি জানান। তিনি বলেন,বর্তমানে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিশা ইউনিয়নে নিরলস প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। তার ইউনিয়নে আইন,শৃঙ্খলার অবনতি কখনই তিনি কামনা করেন না বলে জানান। মারামারীর বিষয়ে তিনি আত্রাই উপজেলায় থাকতে, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আত্রাই থানার পুলিশও সেখানে উপস্থিত ছিলেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মান্নান মোল্যা ও অন্য পক্ষের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে তারা দু,জন সুস্থ্য আছে বলে জানান।

স্থানীয়রা জানায়, মারামারি সৃষ্টি হয় মুলত দুটি বিষয়কে কেন্দ্র করে। গত কিছু আগে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যেগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি রানীনগর আত্রাইয়ের এম,পি আনোয়ার হোসেন হোসেন হেলালকে করা হয়। পুরো ইউনিয়ন জুড়ে ঢাক,ঢোল পিটিয়ে সকলকে দাওয়াত করা হয়। আলোচনা সভার দু,দিন আগে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্নান মোল্যা হঠাৎ করে ঢাকায় চলে যান। পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা  ফোন করলে সে অসুস্থ বলে জানায় এবং আনোয়ার হোসেন হেলাল এমপি প্রধান অতিথি থাকায় সেই আলোচনা সভা হবে না বলেও তিনি জানায়। এতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

অন্যদিকে মান্নান মোল্যা একাই নদীর দহ গুলো দখল করে খেতো। মৎস্যজীবিদের অভিযোগে গত বছর এ বিষয়টি নিয়ে আত্রাই ইউএনও অফিসে ইউএনও ইকতেখারুল ইসলাম, উপজেলার চেয়ারম্যান এবায়দুর রহমান,থানা আওয়ামীলীগের সভাপতি নিপেন্দ্রনাথ দত্ত দুলাল,সাধারণ সম্পাদক আক্কাস আলী,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বর্তমান নওগাঁ জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা বাদল, বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো.তোফাজ্জল হোসেন তোফা খান,বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান বিশা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান শিপন এবং তৎকালীন আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বর্তমান রানীনগর থানার ওসিসহ সকলে মিলে, সেখানে অনেক কথাবার্তার পর সিদ্ধান্ত হয়, নদীর দু,ধারে ৬কিলোমিটারের মধ্য ২৮টি মসজিদ ও মন্দির রয়েছে। প্রতি বছর ২৮ টি মসজিদ,মন্দির মিলে ১লক্ষ টাকা তিনি দেবেন । সে মতাবেক মান্নান মোল্যা রাজি হন। এবছর নদীর দহের সব মাছ ধরা শেষ করেন তিনি এবং সময়ও পার হয়ে যায় কিন্তু তিনি মসজিদ, মন্দিরের টাকা দেব, দিচ্ছি বলে মৎস্য জীবিদের বার বার ঘুড়াতে থাকে। মান্নান মোল্যা দু,দিন পর ঢাকা থেকে ফিরে,
মঙ্গলবার (২জুলাই) বিশা ইউনিয়নের ভাঙ্গাজাঙ্গাল মোড়ে আসলে আওয়ামীলীগের নেতাকর্মীরা ও মৎস্যজীবিরা তাকে জিজ্ঞাসা করতে লাগে টাকা বিষয়ে এবং আলোচনা সভা এম,পি প্রধান অতিথি থাকলে কেন হবে না। তারা জানায়, এক পর্যায়ে মান্নান মোল্যার লোকজন এগিয়ে আসলে, তখন তিনি উগ্র মেজাজে উচ্চ গলায় কথাবার্তা শুরু করেন এবং মৎস্যজীবীদের টাকা দিতে অস্বীকার করলে, ঠেলা-ঠেলি, ধাক্কাধাক্কি শুরু, একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে মান্নান মোল্যাসহ দু,পক্ষের লোকজন আহত হয়। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দু,পক্ষকেই রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। বর্তমানে দু,পক্ষই সুস্থ্য আছে বলে তারা জানান।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান,একপক্ষ মামলা করেছে। আরেক পক্ষের মামলা নিচ্ছেন না বলে জানালে তিনি বলেন, মিথ্যা শুনেছেন। অন্য পক্ষ এখনো থানায় যোগাযোগ করে নাই। বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত