এ.বি.এম.হাবিব-
নওগাঁর একটি ইউনিয়নে নৌকা প্রতিক ছাড়াই নির্বাচন হবে। সরেজমিনে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে নৌকা প্রতিক ছাড়াই নির্বাচন হবে।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা জানান, প্রথমত চলতি চেয়ারম্যান আব্দুল শুকুরকে দলীয় নৌকা প্রতিক দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি গত ইউ’পি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এ তথ্যটি নওগাঁর পত্নীতলার বিষয়টি পেপার, পত্রিকায় ও অনলাইন পত্রিকায় ভাইরাল হলে পরবর্তীতে তাকে যে নৌকা প্রতিক দেওয়া হয়েছিলো সেটাও বাতিল হয়ে যায়। পরবর্তীতে সময় সল্পতার করণের উক্ত ইউনিয়নে অন্য কাহকেই নৌকা প্রতিক দেওয়া সম্ভব হয় নাই বলে নেতাকর্মীরা জানান।বর্তমানে আব্দুস শুকুর শতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
অন্যদিকে ইউনিয়নে দলীয় নৌকা প্রতিক না থাকায়, উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন নিয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচন করছেন ৪র্থ বারের ইউনিয়নের জনপ্রিয় ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফজাল হোসেন।
তার ২০বছরের ইউ’সদস্যর দায়ীত্বে থাকা অবস্থায় কেহ কোন প্রকার হয়রানি বা পেরেশানির শিকার হয় নাই এবং যেকোন সমস্যায় সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি বলে ইউনিয়নবাসীরা জানান।
আত্রাই ৮নং হাটকালুপাড়া ইউনিয়নে নৌকা প্রতিক ছাড়াই আগামী ২৬শে ডিসেম্বর ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাচন কমিশন অফিসার আবুল কালাম আজাদ।
Leave a Reply