নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

এ.বি.এম.হাবিব:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গাবনা-মাতাজিহাট সড়কের ছোট কাবলা নামক স্থানে ধান বোঝায় ভটভটি ট্রলি উল্টে গিয়ে আপেল মাহমুদ (২২) নামের এক চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩মে) দুপুর ১২ টার সময় উক্ত মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর গ্রামের আব্দুল কিয়ামতের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মৃত আপেল মাহমুদ দীর্ঘ ১৫ বছর ধরে গাবনা গ্রামের আব্দুল কালামের বাড়িতে কাজ করত।
জানা যায়, ধান বোঝায় পাওয়ার ট্রলি নিয়ে মাতাজিহাট থেকে গাবনা অভিমুখে যাওয়ার পথে ছোট কাবলা নামক মোড়ে ট্রলির চাকা পান্ছার হয়ে  সড়করের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রলির নিচে চাপা পড়ে চালক আপেল মাহমুদ স্পটেই মারা যায় । পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে গাবনা গ্রামে তার স্বজনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, ধান বোঝায় ট্রলির চাকা পান্ছার  হয়ে ট্রলির নিচে চাপা পড়ে স্পটে মারা যান আপেল মাহমুদ। মৃত আপেল মাহমুদের মরাদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তবে স্বজনরা চাইলে আইনগত সব ধরনের সহয়তা তাদের করা হবে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত