এ.বি.এম.হাবিব-
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামে জমি সংক্লান্ত বিষয় নিয়ে দন্দ চলে আসছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গোলাম মোস্তফা নাটক সাঁজিয়ে,সাজিয়ে একের পর এক, কোর্টে মামলা দিয়ে গ্রামের সাধারণ ১৪জন মহিলা পুরুষকে হয়রানি-পেরেশানি করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত (৬মার্চ) ইং তারিখ উল্লেখ্য করে স্থানীয় গোলাম মোস্তফা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় ১৪জন মহিলা,পুরুষকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যাহা স্থানীয় বাসিরা জানায়, ঐ দিনে কোন রকম ঘটনাই ঘটে নাই। ইউনুস,আনোয়ার হোসেনদের সাড়ে ১৬ শতক জমিটি জবর-দখল করার জন্য, গোলাম মোস্তফা তাদের সকলের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে সবাইকে দৌড়ের উপর রেখেছে। এলাকাবাসীরা আরো জানায়,এই গোলাম মোস্তফা একজন মামলাবাজ লোক, বিভিন্ন জনের জমি জবর-দখলের জন্য এরুপ একাধিক জনের উপর মিথ্যা মামলা দিয়ে তাদের জমি ভোগ দখল করে থাকে।
এলাকাবাসিরা জানায়, যে সাড়ে ১৬শতক জমি গোলাম মোস্তফা জবর দখলের চেষ্টা করছে, সেই জমি গোলাম মোস্তফার দাদা এবং বাবা ১৯৯৩ সালে রেজিঃ মুলে বিক্রয় করেছেন। যার দলিল বিবাদীদের কাছে এখনো আছে। আর সে ছেলে হিসেবে, গোলাম মোস্তফার ঐ জমিটি জবর-দখল করা একটা মুর্খতা ছাড়া কিছুই নয় বলে জানান। এরপরও গোলাম মোস্তফা আরো ২টি মামলা করেছে তাদেরকে আসামি করে যার কোন ঘটনাও নেই। এলাকাবাসী আরো জানান, সুদের ব্যাবসাও সে করে। কোন ঘটনা না,ঘটলেও সে নিজেই বর নাটকবাজ লোক,এমন অনেক নাটক সাঁজানো তার পক্ষে কোন ব্যাপার না। অন্যের জমা-জমার প্রতি তার খুব লোভ। এই লোভের কারণে সে বিভিন্ন ধরনের নাটক সাঁজায় যার কোন ভিত্তি নেই।
এ বিষয়ে গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলা করেছি, কোর্টে মামলা চলছে,কোর্টেই জবাব দেবো বলে জানান।
এ বিষয়ে মামলাটির তদন্ত অফিসার ভীমপুর ফাঁড়ীর এস আই জামাল জানান,মামলাটি তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।
Leave a Reply