মাহমুদুন নবী বেলাল
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর ৪০০ জন অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে মহাদেবপুর থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মো. আশরাফুল আলম, মহাদেবপুর থানার ও‘সি নজরুল ইসলাম জুয়েল, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
Leave a Reply