নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুজাগাড়ীতে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মোটা মোটা ২৩টি গাছ গোপনে কেটে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় মুষ্টিমে কয়েকজন মিলে একটি মসজিদের নাম ভাঙ্গিয়ে সরকারী খাস প্রায় সাত বিঘা জমি সহ আরো কয়েকটি স্থানের নাম ভাঙ্গিয়ে প্রায় ১২/১৪ বছর ধরে এগুলো ভোগ করে আসছে। এরা মসজিদের উন্নয়নের কথা বলে স্থানীয় লোকজন সহ আশে-পাশের লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা আদায় করে, নিজেদের উন্নয়ন করে আসছে।
স্থানীয়রা অভিযোগ করে জানায়, এই মুষ্টিমে কয়েজন মসজিদের একটি কমিটি করে,মসজিদের উন্নয়ন না করে,এ সকল কিছু ভোগ করে প্রায় ১২/১৪ বছর ধরে তারা নিজেদের উন্নয়ন করে আসছে।
২০০৩ সালে সেখানে সরকারি আদ্রশগ্রাম করার লক্ষে অথ্যাৎ গরীব-দুঃখীদের ঘর বাড়ি করে দেওয়ার লক্ষে ১৮ লক্ষ টাকা খরচ করে মাটি কেটে ভূমিটি উঁচু করেনএবং বিভিন্ন প্রজাতির গাছ লাগান। কিন্তু তাদের লোভের পরিপ্রেক্ষিতে গত (৭ডিসেম্বর) শনিবার দিবাগত রাতের আধারে সেখানে থাকা বড় বড় মোটা মোটা ইউক্যালেপটাস ২৩টি গাছ কেটে বিক্রয় করে। সে গাছ গুলো রবিবার সকালে ভ্যানে-ভুটভুটিতে বহন করার সময় এলাবাসী দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের ও সরকারি বিভিন্ন দপ্তরে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে দেয় এবং ভ্যান ভুটভুটি আটকিয়ে দেয়। এরপর প্রশাসনের লোক আসার আগেই তারা গাছগুলো রেখে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম জানান,তিনি বিশ্ব ইস্তেমায় ঢাকাতে আছেন, বিষয়টি মোবাইল ফোনে শুনেছেন এবং ৫নং ওয়ার্ডে মেম্বার ইয়ার আলীকে এ বিষয়ে দায়ীত্ব দিয়েছেন।
এ বিষয়ে নওগাঁ সদর ইউএনও’র কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং গাছ গুলো ইউনিয়ন পরিষদের দায়ীত্বে রেখেছেন বলে জানান।
Leave a Reply