শিরোনাম :
কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা নওগাঁয় সিভিল সার্জন সম্মেলনকক্ষে ভিটামিন “এ” ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত  এবার সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, পুড়লো সাড়ে ৭ হাজার পিচ মুরগির বাচ্চা সাভারে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল ছেলের, বাবা হাসপাতালে শেখ আবেদ আলীসহ খুলনায় ৩টি আসনে আরও ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, অপেক্ষামান একটি সাতক্ষীরা -১আসনে নৌকা পেয়ে স্বস্তিতে নেই মাঝি  বড়াইগ্রামে ৭০০০ কৃষক পেলো কৃষি প্রণোদনা বড়াইগ্রাম পাট চাষী প্রশিক্ষণে নেই কোন চাষী! পলাশবাড়ী কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশুর মাটির সুরক্ষায় পুরুস্কার লাভ ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
নওগাঁয় ইউ,পি মেম্বার সরকারী ঘর দেওয়ার কথা বলে গরীব,দুঃখিদের টাকা আত্নসাৎ করে জেল-হাজতে

নওগাঁয় ইউ,পি মেম্বার সরকারী ঘর দেওয়ার কথা বলে গরীব,দুঃখিদের টাকা আত্নসাৎ করে জেল-হাজতে

হাবিবঃ নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আজিজুল সরকারী খাল-মহাল, জলাশয় ও জমিজমা সরকারী ট্যাক্স-কর ফাঁকি দিয়ে মিথ্যা কিছু সমিতির নাম দিয়ে জবর দখল করে গুটি কয়েক জনকে সঙ্গে নিয়ে প্রায় ৩০/৩২ বছর ধরে ভোগ-দখল করে আসছে। সে স্থানীয় মেম্বার ও দুর্দান্ত হওয়ায় স্থানীয় জন-সাধারন বা প্রশাসনের কেহই তার বিষয় নিয়ে কোন কথা বলতো না। স্থানীয়ও রেজিঃ কৃত সমিতির বেকার যুবকেরা সরকারী ট্যাক্স,কর দিয়ে রানীনগর এসিল্যান্ড সরকারি নিয়ম অনুযায়ী  তাদের খাল-মহাল দিলেও, আজিজুল মেম্বারে দাপটের  কাছে তারা অসহায় হয়ে যায়। সবাইকে ভয়ভীতি দেখিয়ে হুমকির মধ্য রাখে উক্ত মেম্বার। এ ছাড়াও স্থানীয় লোকজন বেশীর ভাগই দুর্বল ও গরীব দৈনিক খেটে খাওয়া মানুষ। এই মেম্বার, এত কিছু খেয়েও তার পেট, না ভরলে, সাধারন গরীব,দুঃখি প্রতিদিন খেটে খাওয়া মানুষদের সরকারী ঘর দেওয়ার লোভ দেখিয়ে শরিফুন স্বামী- ময়েন। বেলী, স্বামী-শফির উদ্দীন। লিটন, পিতা- মৃতঃ কামাল উদ্দীন। শাহার আলী, মাহফুজা স্বামী- কুদ্দুস প্রাং সহ বহু লোকজনের কাছ থেকে ৫০০০/ পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ১৫০০০/ পনেরো হাজার টাকা করে আত্নসাৎ করে। ঘর দেবো- দিচ্ছি করতে করতে প্রায় ১ বছর অতিবায়িত হয়ে গেলে ৭/৮ জন মিলে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগ করে। জেলা প্রশাসক সাহেব বিষয়টি আমলে নিয়ে তৎক্ষনাৎ ব্যাবস্থা নেওয়ার জন্য রানীনগর ইউএনও সাহেবকে নির্দেশ দেন। রানীনগর ইউএনও গত ৪/৫ মাস ধরে তদন্ত ও সকল বাদীদের সাক্ষ্য নিলেও কোন এক অদৃশ্যর কারনে তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক বরাবর দেওয়া হয় নাই। এ বিষয় রানীনগর ইউএনও কোন প্রকার পদক্ষেপ বা প্রতিবেদন দেয় না। অন্যদিকে আজিজুল মেম্বার সাধারন গরীব দরখাস্তকারীদের ভয়-ভীতি ও প্রতিনিয়ত  হুমকি দিতে থাকে। এ নিয়ে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এবং নওগাঁর গন মানুষের দৈনিক প্রথম সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয় এবং আজিজুল মেম্বারের গরীব,দুঃখিদের কাছ থেকে সরকারী ঘর, এবং বয়স্ক্য ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার, ভুক্ত- ভুগীদের একটি ভিডিও প্রথম সংবাদ পেইজে প্রকাশ হইলে তা ভাইরাল হয়ে যায়। দরখাস্তকারীদের মধ্য মাহফুজা বেগম (৩০) কোন উপায় অন্ত না পেয়ে  নওগাঁ মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিঃ ম্যাজিঃ আমলী আদালতে নওগায় গত ৩১/১০/১৯ ইং তারিখে আজিজুল মেম্বারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। বিচারক মামলাটি আমলে নিয়ে নওগাঁ উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ নওগাঁ বরাবর তদন্ত দেন। তদন্ত প্রতিবেদন সম্পর্ন হইলে গত ০৬/০২/২০২০ ইং তারিখে আজিজুল মেম্বারের সব কিছু বিশ্লেষন করে বিচারক বিজ্ঞ সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিকাশ কুমার বসাক মহোদয় তাকে জেল-হাজতে প্রেরনের নির্দেশ দেন। মিরাট ইউনিয়নে গিয়ে দেখা যায়, আজিজুল মেম্বার জেল-হাজতে যাওয়াতে এলাকায় সর্ব সাধারনের মধ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে। অন্য দিকে মাহফুজা ও তার স্বামী সাংবাদিকদের বলে, আমরা সবাই গরীব ও প্রতিদিন কাজ না করলে আমাদের না খেয়ে দিন যায়। আমাদের সরকারী বাড়ী দেওয়ার কথা বলে মেম্বার টাকা নিলো,আজ ১ বছর পার হয়ে গেলো, কিন্তু কোন ঘর বা বাড়ী দিচ্ছে না। টাকা গুলো সুদের উপর নেওয়া ছিলো, আজও সে টাকার সুদ আমরা স্বামী-স্ত্রী বয়ে বেড়াচ্ছি। আমরা আজিজুল মেম্বারের উপযুক্ত বিচার চাই। তারা আরো জানায়, আজিজুল মেম্বারের কিছু লোক তাদের হুমকি দিয়ে বলে, মেম্বার জামিন পেয়ে বেড়িয়ে আসার পর, তোদের স্বামী-স্ত্রীকে মিথ্যে মামলা দিয়ে সাড়া জীবনের জন্য জেল-হাজতে রাখবে। বর্তমানে মাহফুজা ও তার স্বামী এই মিথ্যা মামলার জন্য আতংকিত অবস্থায় দিনাপাত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত