এ.বি.এম.হাবিব:
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও সংবিধান সম্পর্কে কটুক্তি করায় বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮জানুয়ারী) সকাল সাড়ে ১১টা নওগাঁর প্রানকেন্দ্র মুক্তির মোড়ে মানববন্ধন করেন।
বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রুহানী সুলতান মাহমুদ গামা। মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মী ও আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মহান মুক্তি যুদ্ধের ইতিহাস বিকৃত ও সংবিধান সম্পর্কে কটুক্তি করার অপরাধে গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আওয়াল মিন্টু অনতি বিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানায়। বক্তারা বলেন, এদের মত কুলাঙ্গারদের শাস্তি না হলে, যুগে যুগে এমন ইতিহাস বিকৃতকারীর জন্ম হওয়ার আশংকা রয়েছে।
সেখানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক জেলা আওয়ামী বিজ্ঞান বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মানু, বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলাম ইদুল, সাংগঠনিক সম্পাদক সত্যজিত কুমার প্রামানিক, আহব্বায়ক বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ সদর উপজেলা শাখার আইনুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
Leave a Reply