চন্দন নওগাঁ সদর : নওগাঁ নিয়ামতপুরে বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাস ও এ এস আই ফেরদৌস আলী তার সঙ্গীয় ফোর্স সহ বৃহস্প্রতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দন নগর কোদালী শহর সন্তোষ পাড়ার ফুটবল খেলার মাঠ হতে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যাবসায়ী নিয়ামতপুর উপজেলার নাজির উদ্দিনের ছেলে ইসকেন্দার মির্জা (২৮)। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের সদস্যরা বৃহস্প্রতিবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাস ও এ এস আই ফেরদৌস আলী তার সঙ্গীয় ফোর্স সহ বৃহস্প্রতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দন নগর কোদালী শহর সন্তোষ পাড়ার ফুটবল খেলার মাঠ ২০০শত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ সংক্রান্তে সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা রুজু হয়।
Leave a Reply