হাবিবঃ নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে
দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল
এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ) নওগাঁ শাখা যৌথ
ভাবে নওগাঁ সদর পুরাতন হাসপাতাল চত্ত্বরে এর আয়োজন করে।
এ সময় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাঃ হাবিবুর রহমান,
সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী, নওগাঁ স্বাধীনতা চিকিৎসক পরিষদ
(স্বচিপ) এর সভাপতি ডাঃ আশেক হোসেন, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল
বারি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: কামরুল হাসান টিপু,
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মুনীর আলী আকন্দসহ নওগাঁ সদর
হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে
আগত ৫ শতাধিক রোগীদের চিকিৎসা সেবাসহ বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।
Leave a Reply