হাবিবঃ নওগাঁসহ বিভিন্ন স্থানে স্ত্রীর সন্ধানে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন স্বামী শ্রী প্রদীপ চন্দ্র অধিকারী ওরফে রফিক (২৩)। স্ত্রীর সন্ধান করতে নওগাঁতে আসা। শ্রী প্রদীপ চন্দ্র অধিকারী ওরফে রফিক সাংবাদিকদের জানায়, আমার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বৈষ্ণবপাড়া গ্রামে। গত ২৬-০৮-১৮ তারিখে বিয়ে করি। পেশাগত দায়িত্বে ঢাকায় কাঁচপুর একটি বিদ্যুৎ অফিসে কাজ করি। সেখানে স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলাম। গত ০১-০১-২০ইং তারিখে আমার স্ত্রী শ্রীমতি প্রতিমা রাণী পাহানী মীম (২০) ব্যবহার্য কাপড়-চোপড়,স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে কাউকে না জানিয়ে মাসুদ রানা (৪০) নামের এক মুসলমান পুরুষের সাথে পালিয়ে যান। তার বাড়ি নওগাঁ রানীনগর। ঘটনার পর সম্ভাব্য সব জায়গায় তাদের ব্যাপক খোঁজা-খুজির পরও কোন সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ঢাকার কাঁচপুর থানায় অভিযোগ দিতে গেলে তারাও কোনো অভিযোগ গ্রহণ করেনি। বলে স্ত্রী পালিয়ে গেছে আরেকটা বিয়ে করে নেন। পরে পুলিশের উপর ভরসা না করে
নিজে বিভিন্ন জায়গায় সন্ধান করি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তার জন্য এত সব করছি। আমার স্ত্রীকে সকলের সহযোগিতায় ফিরে পেতে চাই।
Leave a Reply