হাবিবঃ নওগাঁয় স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে স্ত্রী জাকিয়া আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।জানা যায়, নওগাঁ হাট নওগাঁর,মফিজ পাড়া নামক এলাকায় স্বামী, স্ত্রী ও এক সন্তান কে নিয়ে ভাড়া থাকতো ।মোহাম্মদ আলমগীর মান্দা উপজেলার সতিহাট গ্রামের জলিল এর ছেলে। প্রতিবেশীরা জানান, আলমগীর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্ত্রী জাকিয়া বেগমকে মারধর করতো। এমনকি রবিবার রাতে এবং সোমবার সকালেও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয় জাকিয়া। এরই এক পর্যায়ে সকাল ১০টার দিকে স্বামী আবারও নির্যাতন করিলে, জাকিয়া সহ্য করতে না পেরে গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যার করে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ঘটনার পর জাকিয়াকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার রোগীকে তৎক্ষণাৎ বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে রোগীকে বগুড়া জিয়া মেডিকেল হাসপাতলে নিয়ে যাওয়া হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত জাকিয়ার বাবা অভিযোগ করেন, পারিবারিক বিষয় নিয়ে মেয়ে-জামাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। পূর্বের একটি বিবাহে প্রথম বউ কে কেন্দ্র করে রোববার সকালে দুজনের মধ্যে বিরোধ হয়। এরপর সে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়।মর্মান্তিক এ ঘটনার পর প্রশাসনকে জানানো হলে নওগাঁ সদর মডেল থানার ইনচার্জ ওসি সোহরাওয়ার্দী হোসেন উক্ত থানার এসআই হানিফ কে পাঠিয়ে দিলে ঘটনাস্থলে এসে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এরপর এস আই হানিফ লাশ টিকে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠান। পরিশেষে, উক্ত থানার ওসি সোরওয়ার্দী হোসেন জানান, সকল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে ।
Leave a Reply