হাবিবঃ নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের লালমন বাজারের আশে পাশে রাস্তাঘাটে,পথে প্রান্তে সাধারন জনগনকে রাস্তায় চুরি,ছিনতায়ের ঘটনা ২/৩ বছর ধরে অহরহ ঘটে আসছে।সাধারন জনগন এ থেকে পরিত্রান পেতে চায়, কিন্তু কিভাবে? একটি মোবাইল দাম ১২০০ টাকা,একটি মুরগীর দাম,৩/৪ শত টাকা,কাছে থাকা ৪/৫ শত টাকা,এ নিয়ে থানায় রির্পোট করতে আরো বেশী কাটখোর পোয়াতে হবে,এই জামেলার কারণে অনেকেই এই জামেলা না পোয়ায়ে, নিশ্চুব বসে থাকতো। কিন্তু সবার মনে একই প্রশ্ন কাহারা এগুলো কর্ম কান্ড ঘটাচ্ছে বা করে যাচ্ছে? কে এই কর্মকান্ডের হোতা,,? এ নিয়ে উক্ত এলাকার জনসাধারনের প্রশ্ন মুখে মুখে। এই ছিনতাই কারীরা সুন্ধার পর নাক,মুখ গামছা অথবা তোয়ালা দিয়ে বেঁধে রাস্তায়, এমন প্রানহানি কর্মকান্ডে মেতে উঠে কে বা কাহারা এই দুর্বৃত্ত বা ছিনতাইকারী? এ নিয়ে মুখোমুখি হয় স্থানীয় জনগন দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক সহ আরো জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে। এ বিষয় নিয়ে গোপনে অনুসন্ধান চালানোর সময় গত ১৭/০১/২০২০ ইং তারিখ রোজ শুক্রবার পার্শবর্তী ফারাদপুর গ্রামের নিবারনের ছেলে তপেশ, কাঁচা তরকারী ব্যবসায়ী, ঐ দিন অনুমান রাত ৯ঃ০০ টার সময় লালমন বাজারে বেচা- কিনা করে বাড়ী ফেরার পথে, মাঁঝ রাস্তায় নাক- মুখ বাঁধা ৫/৬ জন ছিনতাইকারী তার পিছন থেকে প্রথমে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে, পরবর্তীতে এলোপাতারী ভাবে মার-পিট করে মাটিতে ফেলে দিয়ে তপেশের হাত, পা ও মুখ বেঁধে তার কাছে থাকা কাঁচা তরকারী বেচা-কিনা ও পুঁজিসহ ৭/৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এমন সময় বাজার থেকে অন্য লোকজন বাড়ী ফেরার পথে ঐসব পরিস্থিতি দেখে ডাক চিৎকার দিয়ে ওদের কাছে যেতে লাগলে, ছিনতাইকারীরা পায়ের স্যান্ডেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর তাহারা প্রায় অজ্ঞান অবস্থায় তপেশকে ঐ রাতেই নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। এবং নওগাঁ সদর থানায় তপেশের ছোট ভাই বিমল বাদী হয়ে অজ্ঞাত নাম ধরে একটি অভিযোগ করে। পরবর্তীতে ভীমপুর নওগাঁ থানার অন্তরগত ভীমপুর তদন্ত কেন্দ্রের দায়ীত্বে থাকা মোঃ আমিনুল ইসলাম ও সাংবাদিক ভীকটিমের বাড়ীর লোকজনের সাথে কথা বলে ও উক্ত ছিনতাইকৃত স্থান দেখে আসেন। এরপর সাংবাদিকেরা গোপনে বহু চেষ্টা করে সুনিদিষ্ঠ ভাবে ৩ জন ছিনতাইকারী ও ছিনতাইকৃত টাকা ভাগবাটোয়ারা সহ সব কিছু জানিতে পেরে এবং প্রমানাদী সংগ্রহ করে। ছিনতাইকারীরা লালমন বাজারের ঔষধের দোকান্দার সাখাওয়াত হোসেনের ছেলে সিনবাদ, তার পার্শবর্তী বাড়ীর নয়নের ছেলে নজরুল,এবং একই স্থানের পার্শবর্তী বাড়ীর ইমান আলীর ছেলে ইউসুফ। বাঁকীদের পরিচয় জানা যায়নি,তবে স্থানীয়রা জানায়,এরাই গাঁজা সেবন ও পাচারের সাথেও যুক্ত, এদেরকে ধরতে পারলে বাঁকীদের পরিচয় এমনিতেই বেরিয়ে আসবে। জানা যায়, তারা ঐ ঘটনার পর থেকেই পলাতক। তাদের বাবারা সাংবাদিকদের কাছে স্বীকার করে বলে, ঐ ছিনতাইয়ের ঘটনার দিন থেকেই, তাদের তিন ছেলে পলাতক রয়েছে বলেও জানায়, এরপর সাংবাদিকদের হাত, পা ধরতে লাগে এবং এই বারের মত ক্ষমা করার জন্য কান্নাকাটি করতে থাকে। শেষে সাংবাদিকদের টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করেও না পেরে, কোন এক পুলিশ কর্মকর্তার নাম বলে হুমকি দেয় সাংবাদিকদের। (প্রকাশ থাকে যে এই ছিনতাইকারীর বাবাদের বিরুদ্ধেও মারা-মারী,গুম সহ একাধিক মামলাও রয়েছে)। সাংবাদিকেরা কোন কথার উত্তর না দিয়ে তাদের বক্তব্য নিয়ে আসলে রাস্তায় স্থানীয় জন-সাধারনেরা ভীড় জমায় এবং বলে, এ ধরনের কর্মকান্ড বহু দিন থেকে এই এলাকায় এ ছেলেরা করে আসছে। তারা আরো জানায়,এই এলাকায় মাদক সরবরাহ কারী, সেবনকারী ও ঐ ছিনতাইকারী ছেলে গুলো খুবই দূধর্ষ তাই, ভয়ে কেহ তাদের নাম বলতে চায় না সাধারন জনগন সকলেই এই দুঃস্কৃতকারী ও ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা ও তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবী জানান। ভীকটিম তপেশ সাংবাদিকদের জানায়, আমাকে যে ভাবে পিছন থেকে মাথায় আঘাত করে মেরেছে, তাতে আমি মরেও যেতে পারতাম, ভগমানের কৃপায় বেঁচে গেছি কিন্তু যাহারা আমার উপর রাতের আধাঁরে এ মর্মান্তিক আক্রমন ও ছিনতাই করেছে, আমি তাদের কঠোর শাস্তির দাবী জানায়। ভীমপুর তদন্ত কেন্দ্রের আই সি,র মোঃ আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানাতে চাইলে তিনি জানান, আমার বদলি হয়েছে তবুও আপনারা তদন্ত কেন্দ্রে আসেন, নতুন আই সি,র সাথে পরামর্শ করে এ বিষয়ে একটি আইনী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দীর সাথে কথা হলে তিনি জানান, আমরা অবশ্যই এ ধরনের ছিনতাইকারীদের আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply