শিরোনাম :
খুলনা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত ও যানজটমুক্ত ঘোষণা দিয়ে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ইশতেহার রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন মানুষের গণতান্ত্রিক অধিকার অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড রূপগঞ্জে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের  লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ  কোনো স্বৈরাচারী সরকারই নিজেদের অস্তিত্ত্বকে টিকিয়ে রাখতে পারেনি: মির্জা ফখরুল মধুখালীতে ট্রেনে কাটা পরে একজনের আত্মহত্যা ফরিদপুরের নগরকান্দায়  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ঔষধ ব্যবসায়ীকে জরিমানা  যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে  নীলফামারীর ডোমারে আলোচনা সভা খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
নওগায় টমটম চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

নওগায় টমটম চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

এ.বি.এম.হাবিব-
নওগাঁ সদরে বাইপাস সংলগ্ন অতুল কুমার সরকার (৪০) নামে এক ব্যাটারিচালিত টমটম চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহত অতুল সরকার নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠেরঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে বলে জানা গেছে।

সোমবার (২২মে) সকাল ১০টায় নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার আজাদের ইটভাটার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ভাই রঞ্জিত সরকার জানান, তার ভাই পেশায় টমটমের চালক। প্রতিদিনের মত গতকাল বিকেল ৪টার দিকে টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে তার বৌদি ঘুমিয়ে পড়ে। ভোরে বৌদি তাকে ডেকে বলে, তোমার ভাই তো আজকে রাতে বাড়িতে আসেনি। তখন তাকে মোবাইলে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় খুঁজ খবর নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায় না।

তিনি আরও বলেন, যেহেতু তার ভাই টমটম ভাড়া নিয়ে চালায়, তার জন্য ওই টমটমের গ্যারেজে গিয়ে খোঁজ নিতে গেলে,তখনি গ্যারেজ মালিকের কাছে ফোন আসে যে, আপনার একটি টমটম রাস্তায় পড়ে আছে।
এরপর সেখানে গিয়ে দেখা যায়,তার ভাইকে বিভিন্ন জায়গায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। তাদের ধারণা, পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই হত্যা ঘটিয়েছে। তারা এর সুষ্ঠ বিচারের দাবী করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান জানান, অতুলের লাশ উদ্ধার হওয়ার স্থান থেকে কিছু দূরে তার ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। তবে সেই ইজিবাইকে কোনো ব্যাটারি পাওয়া যায়নি।  ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে হত্যাকারীরা অতুলকে হত্যা করেছে বলে প্রথমত পুলিশ ধারণা করছেন। তিনি আরো বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে নওগাঁর সচেতন মহল খুব উদ্বিগ্ন প্রকাশ করে জানান, এই নিম্ন আয়ের মানুষেরা পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে এই টমটম গুলো ভাড়ায় চালায়। কিন্তু কয়েক বছর ধরে নওগাঁয়, টমটম চালককে গলা কেটে টমটম ছিনতাই বা ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। এর মধ্যে একাধিক টমটম চালক খুনি বা হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষমও হয়েছে পুলিশ। তবে তারা দাবী করে জানান, নওগাঁয় এই টমটম চলক হত্যা করে, টমটম অথবা ব্যাটারী ছিনতাইয়ের ঘটনা নতুন নয়, গোপনে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের সুমলে উপড়ে ফেলার দাবী জানান সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.




কপিরাইট © ২০২১ || দি ডেইলি আজকের আলোকিত সকাল - সর্বসত্ত্ব সংরক্ষিত