জাহিদুজ্জামান:
খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে শাওন ওরফে ট্যাংকি শাওন নামে জনৈক যুবক গুরুতর আহত হয়েছে।
গত শুক্রবার (১৯ মে) সন্ধ্য পৌনে ৭ টায় নগরীর রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। শাওন ১ নং রোড বয়রা এলাকার বাসিন্দা জনৈক শাহাজাহানের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়ের মহল আজিজের মোড়ে জনৈক শিপনের মোড়ে আড্ডা দিচ্ছিলেন শাওন। এ সময় ৪টি মোটরসাইকেল যোগে ৭ জন অজ্ঞাতনামা মুখোশধারী দুর্বৃত্ত শাওনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ সময় একটি গুলি তার ডান পায়ের হাঁটুর ওপর বিদ্ধ হয়। স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক বলেন, আজিজের মোড়ে শাওন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। খবর জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে তার ওপর গুলি বর্ষণ করেছেন সন্ত্রাসীরা তা সঠিক করে বলতে পারেননি।
পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এর আগেও শাওনের ওপর হামলা হয়েছিল। সেবার গুলি করতে এসে অস্ত্রসহ সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তিনি বলেন, রাজনৈতিক কারণে তার ওপর হামলা হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে শুক্রবার তার ওপর হামলা হয়। তবে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply