রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নবযোগদানকৃত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হকের সঙ্গে রূপগঞ্জ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও জনসাধারণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি। ডিসি মাহমুদুল হকের উপস্থিতিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফয়সাল হকের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা,এনজেট গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি নুরুজ্জামান খাঁন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌসসহ গণ্যমান্যরা। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক মাহবুব আলম প্রিয়,র লেখা সম্প্রতি প্রকাশিত ‘ছড়ায় সংবাদে প্রিয়’র ছোঁয়া এবং ‘বাস্তব ভাবনা’ নামীয় দু’টি বই উপহার দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাজী খলিল সিকদার।
Leave a Reply